দেশের প্রত্যেক জেলায় আয়ুর্বেদ হাসপাতাল, ‘স্বাস্থ্য বিপ্লবের’ ডাক মোদীর
নয়াদিল্লি: দেশের প্রতিটি জেলায় একটি করে আয়ুর্বেদ হাসপাতাল গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, পরম্পরাগত ওষুধ ব্যবস্থার ছাতার তলায় একটি ‘স্বাস্থ্য বিপ্লব’ করার সময় এসেছে।
মঙ্গলবার, দেশের প্রথম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের উদ্বোধন করতে গিয়ে দেশের গরিব মানুষদের অবারিত ও ন্যয্য মূল্যের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জোর সওয়াল করেন।
প্রসঙ্গত এদিনই হল বিশ্ব আয়ুর্বেদ দিবস। সেই বিষয়টিকে স্মরণ করিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদের প্রসারের জন্য অত্যন্ত জরুরি হল এমন একটা হাসপাতাল, যেখানে সব পরিষেবা মিলবে।
মোদী জানান, দেশের প্রতিটা দেশে এমন হাসপাতাল গঠনের ভাবনাচিন্তা করছে কেন্দ্র। এরজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। বলেন, আয়ুষ মন্ত্রক অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই লক্ষ্যে এগিয়ে চলছে। গত তিন বছরে, ৬৫ আয়ুষ হাসপাতাল গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন আরোগ্যের জন্য বিশ্ববাসী ফের প্রকৃতির কাছে ফিরে যাচ্ছে। আয়ুর্বেদকে ভারতের শক্তি উল্লেখ করে মোদী এই ক্ষেত্রে কর্মরতদের অনুরোধ করেন, আয়ুর্বেদকে পুনরুজ্জীবিত করতে।
মোদী যোগ করেন, এখন বিশ্বব্যাপী মানুষ সুস্বাস্থ্যের পাশাপাশি কুশলতার খোঁজ করছেন। তাঁর পরামর্শ, এটাই আয়ুর্বেদের পরিবেশ মেলে ধরার সেরা সময়। এর জন্য আয়ুর্বেদ ওষুধের ভাল ও উন্নত প্যাকেজিংয়ের হয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের উদ্দেশ্যে মোদী দাবি করেন, এমন ওষুধ তৈরি করতে, যা অ্যালোপ্যাথির মত দ্রুত নিরাময় দেবে, অথচ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থাকবে না। আয়ুর্বেদের সহায়তা এগিয়ে আসতে তিনি বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ করেন।
মোদী বলেন, আমরা গত ৩০ বছরে তথ্যপ্রযুক্তি বিপ্লব দেখেছি। এখন পরম্পরাগত ওষুধ ব্যবস্থার ছাতার তলায় একটি ‘স্বাস্থ্য বিপ্লব’ গড়ে তোলার সময় এসেছে। আসুন, আয়ুর্বেদকে শক্তিশালী পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করি।
একইসঙ্গে, বর্তমান আয়ুর্বেদ পাঠ্যক্রমের খোলনলচটে বদলে দেওয়ার সওয়াল করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, চিকিৎসার এই ক্ষেত্র যাতে আত্মনির্ভর হতে পারে, তার জন্য নির্দিষ্ট নিয়মাবলি ও পদ্ধতি তৈরি করা প্রয়োজন।