এক্সপ্লোর
Advertisement
কর্ণাটকে কংগ্রেস গোটা আস্তাবল কিনে নিয়েছে, পাল্টা কটাক্ষ অমিত শাহের
নয়াদিল্লি: কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটকে ‘অসাধু’ বলে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর দাবি, এই ‘অসাধু জোট সরকার’ বেশিদিন টিকবে না। বিজেপি-র বিরুদ্ধে কর্ণাটকে ‘ঘোড়া কেনা’-র অভিযোগও অস্বীকার করেছেন তিনি। বিজেপি সভাপতি বলেছেন, ‘এই সরকার কতদিন কাজ করতে পারবে, সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না। তবে এই ধরনের অসাধু জোট সরকার বেশিদিন টিকবে বলে মনে হয় না।’
কংগ্রেসকে আক্রমণ করে শাহ আরও বলেছেন, ‘কর্ণাটকের মানুষ এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র পক্ষে রায় দেন। ১০৪টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল হয় বিজেপি। কংগ্রেসকে প্রত্যাখ্যান করেন কর্ণাটকের মানুষ। কিন্তু তারপরেও জেডিএস-এর সঙ্গে জোট করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে কংগ্রেস। ফল (ইয়েদুরাপ্পার ইস্তফা) থেকেই স্পষ্ট, আমরা সরকার গড়ার জন্য কংগ্রেসের মতো কোনও অন্যায় কাজ করিনি। ঘোড়া কেনা-বেচা অবশ্যই খারাপ। তবে কংগ্রেস ঘোড়া নয়, গোটা আস্তাবলই কিনে নিয়েছে। কংগ্রেস এখন হেরে গেলেও তাতে নিজেদের জয় দেখছে। পরের নির্বাচনে কংগ্রেস-জেডিএস সরকারকে উচিত শিক্ষা দেবেন কর্ণাটকের মানুষ।’
গতকাল ইয়েদুরাপ্পার ইস্তফার পর সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এ বিষয়ে শাহ বলেছেন, তিনি কংগ্রেস সভাপতির মন্তব্যকে গুরুত্ব দেন না। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল হলে রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার দাবি প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেছেন, ‘তাঁর কোনও সতীর্থ এ কথা বলছেন না। আমার মন্তব্যের পর গুলাম নবি আজাদ এ কথা বলতে পারেন। আকার বিবেচনা করেই সবার স্বপ্ন দেখা উচিত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement