এক্সপ্লোর
অযোধ্যায় জমি ফেরানোর পদক্ষেপ ‘ঐতিহাসিক’, রামমন্দির নিয়ে অবস্থান স্পষ্ট করুন বিরোধীরা, বললেন অমিত শাহ

নয়াদিল্লি: অযোধ্যায় বিতর্কিত এলাকার আশপাশের বিতর্কের বাইরে থাকা জমি রামজন্মভূমি ন্যাস সহ আসল মালিকদের ফিরিয়ে দিতে নরেন্দ্র মোদি সরকারের প্রয়াসকে ‘ঐতিহাসিক’ ব্যাপার বললেন অমিত শাহ। আজ এখানে এক অনুষ্ঠানে রামমন্দির সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিজেপি সভাপতি জানান, তাঁর দল অযোধ্যায় যেখানে ভগবান রামের জন্ম হয়েছে বলে মানুষের বিশ্বাস, সেখানে যত দ্রুত সম্ভব একটি রাজকীয় মন্দির চায়। বিরোধী দলগুলিকে এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেন তিনি। পর্যবেক্ষক মহলের অভিমত, সুপ্রিম কোর্ট অযোধ্যার আশপাশের জমি আসল মালিকদের ফেরানোর আবেদনে সম্মতি দিলে মন্দির নির্মাণে তারা দায়বদ্ধ বলে জানানো রামমন্দির ন্যাস কাজ শুরু করে দিতে পারে। এতে দীর্ঘদিন ধরে মন্দির তৈরির দাবিতে সায় দিয়ে আসা বিজেপি ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে ফায়দা পেতে পারে। সম্ভবত বিষয়টি শীর্ষ আদালতে বকেয়া থাকার বিষয়টি ইঙ্গিত করেই তিনি বলেন, রামমন্দির সমস্যার সমাধানে বিরোধীদের বাধা সৃষ্টি করা উচিত নয়। প্রসঙ্গত, কংগ্রেস এই ইস্যুর আইনি ফয়সালায় দেরি করিয়ে দিতে নানা কৌশল কাজে লাগাচ্ছে বলে বিজেপি প্রায়ই অভিযোগ তোলে। সরকার বাজেটে কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়ার যে ঘোষণা করেছে, তা কৃষিঋণ মকুবের তুলনায় ভাল পদক্ষেপ কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, এতে প্রতি বছর উপকার হবে কৃষকের, কিন্তু ঋণ মকুবে সুবিধা হয় শুধু তাদের যারা ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছে এবং ঋণ মকুব হয় মাত্র একবার। তাছাড়া, প্রায় ৬০ শতাংশ কৃষক ঋণ নেন না বলেও জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















