বিসমিল্লার সানাই গয়নার দোকানে ১৭ হাজার টাকায় বেচে দেন নাতি! গ্রেফতার
বারাণসী: প্রয়াত বিসমিল্লা খানের চুরি হয়ে যাওয়া সানাইয়ের হদিস মিলল বারাণসীর এক গয়নার দোকানে। গত ৪ ডিসেম্বর খ্যাতনামা সানাইবাদক শিল্পীর ছেলে কাজিম হুসেনের বাড়ি থেকে খোয়া যায় বিসমিল্লার চারটি রূপোর, একটি কাঠ রূপো মিশিয়ে তৈরি সানাই। মঙ্গলবার এ ব্যাপারে গ্রেফতার করা হয় কাজিমের ছেলে অর্থাত্ বিসমিল্লার নাতি নাজারে হুসেনকে। তিনি ওই গয়নার দোকানের কর্মীদের দিয়ে সেগুলি গলিয়ে নেন বলে দাবি পুলিশের। গ্রেফতার করা হয় চেতগঞ্জের ওই দোকানের মালিক শঙ্কর শেঠ, তাঁর ছেলে সুজিত শেঠকেও। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানিয়েছে, গয়নার দোকানের কর্মীদের কাছ থেকে ১ কেজির বেশির গলানো রূপো, একটি কাঠ, রূপোর বানানো সানাই পাওয়া গিয়েছে। এসটিএফ প্রধান অমিত পাঠক বলেন, মাত্র ১৭ হাজার টাকায় চুরি করা সানাইগুলি ওই দোকানে বেচে দিয়ে গলিয়ে ফেলা হয়।
প্রসঙ্গত, ডালমন্ডি এলাকায় কাজিমের বাসভবন থেকে সানাইগুলি নিখোঁজ হওয়ার ব্যাপারে অভিযোগ পেশ হওয়ার পর ৫ ডিসেম্বর চক থানায় এফআইআর দায়ের করে পুলিশ। প্রয়াত শিল্পীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সানাইগুলি তাঁকে উপহার দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, কপিল সিব্বল, লালুপ্রসাদ প্রমুখ। সেগুলি ছিল তাঁর খুবই প্রিয়।