এক্সপ্লোর
Advertisement
সাতপাকের পর ছবি তোলার আবদার বরের, মানতে নারাজ কনে, দুপক্ষের মারপিট, ভেঙে গেল বিয়ে
জয়পুর: বিয়ের আসরে বিবাদ নতুন নয়। বিভিন্ন কারণে বর ও কনেপক্ষের বিবাদে অনেক ক্ষেত্রে বিয়ে ভাঙার ঘটনা পর্যন্ত বেনজির নয়। এবার রাজস্থানে এমনই এক ঘটনা ঘটল। এক্ষেত্রে বরের সঙ্গে কনের মতভেদে ভেস্তে গেল বিয়ে। জানা গেছে, বর এমন একটি আবদার করেন যা মানতে পারেননি কনে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুণ্ডওয়া শহরের ভাম্বরলাল বংয়ের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ডুম্বরগঢ়ের দীনেশের ছেলে বিবেকের। বর পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। কনের রয়েছে এলএলবি ডিগ্রি।
বিয়ের আসরে সাড়ম্বরে এল বর ও বরযাত্রী। দুই পক্ষই তখন বিয়ের আনন্দে মশগুল। বিয়ের সমস্ত প্রথাই একে একে সম্পন্ন হল। সাতপাকও হয়ে গিয়েছিল। এরপর বর কনেকে তাঁর এমন একটা আবদারের কথা বললেন যা মানতে পারেননি কনে। আসলে বিশেষ এক পোজে ছবি তোলার কথা বলেছিলেন বর। কিন্তু কনের মনে হয়, এটা খুবই আপত্তিজনক। সবার সামনে তিনি এ ধরনের ছবি তুলতে রাজি হননি।
এতে দারুন রেগে যান বর। নিজের দাবিতে অনড় থাকেন তিনি। যা নিয়ে ক্রমশ বিবাদ চড়া হতে শুরু করে। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। চলতে থাকে দেদার লাথি-ঘুঁষি। মাথা ফেটে যায় বরের ভাইয়ের।
এরইমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুই পক্ষকে সংযত করার চেষ্টা করা হয়। বর ও বরপক্ষের কয়েকজনকে থানায় এনে পুলিশ বোঝানোর চেষ্টা করে। কিন্তু এবার ভম্বরলাল তাঁর মেয়ের বিয়ে ওই পরিবারের ছেলের সঙ্গে দিতে অস্বীকার করেন। ফলে ফিরে যেতে হয় বরপক্ষকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement