পণের দাবি করে কনেপক্ষের হাতে ‘পণবন্দি’ বর
পালোয়াল (হরিয়ানা): পণের দাবি করায় কনেপক্ষের হাতে কার্যত পণবন্দি হতে হল বর ও তার ভাইকে। ঘটনাটি হরিয়ানার।
খবরে প্রকাশ, গতকাল রাজস্থানের ভরতপুরের বাসিন্দা ফরিদ কুরেশির সঙ্গে বিয়ে হয় হরিয়ানার পালোয়ালের বাসিন্দা তরুণীর।
অভিযোগ, বিয়ের সময় কনেপক্ষের থেকে আরও পণের দাবি করে ফরিদ ও তার পরিবার। শুধু তাই নয়, কনের পরিবার নিয়ে কুকথাও বলে ফরিদ বলে অভিযোগ।
এরপরই ক্ষিপ্ত কনেপক্ষ ফরিদ ও তার ভাই সহ চারজনকে একটি ঘরে আটকে রেখে দেয়। এরপরই, খবর দেওয়া হয় পুলিশ ও পঞ্চায়েতে।
পঞ্চায়েত ফরিদকে নিদান দেয় শাস্তি হিসেবে চার বিঘা জমি কনের নামে লিখে দান করতে হবে। না হলে তাদের ছাড়া হবে না।
কিন্তু, যেহেতু রবিবার সরকারি দফতর বন্ধ থাকে, তাই ফরিদকে নির্দেশ দেওয়া হয় যতক্ষণ না জমি হস্তান্তর হচ্ছে, ১০ লক্ষ টাকা নগদ পঞ্চায়েতের কাছে জমা রাখতে হবে।
এই পরিস্থিতিতে কনে জানিয়ে দিয়েছেন, জমি না পেলে বর ও তার সঙ্গীকে ছাড়া হবে না। তিনি নিজেও শ্বশুরবাড়ি যাবেন না।