এক্সপ্লোর
বৃহস্পতিবার মহাকাশে পাড়ি দেবে দেশের সর্বাধুনিক যোগাযোগ উপগ্রহ ‘জিস্যাট-১৭’

বেঙ্গালুরু: বৃহস্পতিবার ফ্রেঞ্চ গায়ানার কৌরু থেকে আরিয়ান স্পেসরকেটে ভর করে মহাকাশে উৎক্ষেপণ হবে দেশের সর্বাধুনিক যোগাযোগ উপগ্রহ ‘জিস্যাট-১৭’।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে বলা হয়েছে, বুধবার রাত আড়াইটে নাগাদ আরিয়ান-৫ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে জিস্যাট-১৭। জানা গিয়েছে, উপগ্রহটির মোট ওজন প্রায় ৩,৪৭৭ কেজি। বিভিন্ন ধরনের যোগাযোগের জন্য তাতে সি-ব্যান্ড, এক্সটেন্ডেড সি-ব্যান্ড ও এস-ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে।
পাশাপাশি, আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠানো এবং উপগ্রহ-নির্ভর খোঁজখবর ও উদ্ধারকার্য চালানোর প্রয়োজনীয় জিনিসও রয়েছে এই উপগ্রহে। এই কাজ আগে ইনস্যাট উপগ্রহর মাধ্যমে করা হতো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















