অমিত শাহ সম্পর্কে অবমাননাকর মন্তব্য, মানহানি মামলায় রাহুল গাঁধীকে দ্বিতীয় সমন আদালতের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হত্যায় অভিযুক্ত’ বলে উল্লেখ করেছিলেন রাহুল। যে কারণে, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কৃষ্ণবদন ব্রহ্মট্ট নামে এক বিজেপি কর্পোরেটর।
আমদাবাদ: অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগের জেরে দায়ের করা ফৌজদারি মানহানি মামলায় রাহুল গাঁধীকে মঙ্গলবার ফের সমন পাঠাল আমদাবাদের একটি আদালত। সেখানে আগামী ৯ অগাস্ট আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদকে। এদিন সমন জারি করেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ডি এস দাভি। এর আগে স্থানীয় বিজেপি নেতার দায়ের করা মামলায় ১ মে প্রথমবার কংগ্রেস নেতার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। যেহেতু রাহুল লোকসভার সাংসদ ছিলেন, তাই সমন স্পিকারের মাধ্যমে পাঠানো হয়েছিল। কিন্তু, সেই সমন প্রত্যাখ্যান করে স্পিকার জানিয়ে দেন, এই নিয়ে তাঁর কোনও এক্তিয়ার নেই। মামলাকারীর আইনজীবী জানান, এদিন যে সমন জারি করা হয়েছে, তা সরাসরি রাহুলের বাসভবনের ঠিকানায় জারি করা হয়। সেখানে বলা হয়েছে, আদালতে আগামী ৯ অগাস্ট হাজির হতে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হত্যায় অভিযুক্ত’ বলে উল্লেখ করেছিলেন রাহুল। যে কারণে, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কৃষ্ণবদন ব্রহ্মট্ট নামে এক বিজেপি কর্পোরেটর। সেখানে রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা দায়ের হয়।