এক্সপ্লোর
Advertisement
শারীরিক সম্পর্কে রাজি নয় ষষ্ঠ স্ত্রী, হতাশায় সপ্তম বিয়ের জন্য পাত্রী খুঁজছেন ৬৩ বছরের ব্যক্তি
স্ত্রী শারীরিক সম্পর্ক করতে দিচ্ছে না। তাই ফের বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করেছেন এক ব্যক্তি। পাত্রের বয়স? ৬৩ বছর! এবং এর আগে ছ-ছটি বিয়ে সেরে ফেলেছেন তিনি! এবার সপ্তম বিয়ের জন্য খোঁজাখুঁজি শুরু।
সুরাত: স্ত্রী শারীরিক সম্পর্ক করতে দিচ্ছে না। তাই ফের বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করেছেন এক ব্যক্তি। পাত্রের বয়স? ৬৩ বছর! এবং এর আগে ছ-ছটি বিয়ে সেরে ফেলেছেন তিনি! এবার সপ্তম বিয়ের জন্য খোঁজাখুঁজি শুরু।
ঘটনাটি গুজরাতের সুরাতের কালপেঠা গ্রামের। পাত্রের নাম আয়ুব দেগিয়া। গ্রামের অবস্থাপন্ন কৃষক। ২০২০ সালের সেপ্টেম্বরে দেগিয়া তাঁর চেয়ে ২১ বছরের ছোট এক মহিলার সঙ্গে বিয়ে করেন। এটা দেগিয়ার ষষ্ঠ বিয়ে। তবে নববধূ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করার পরে গত মাসে তাঁকে ডিভোর্স দেন দেগিয়া। তিনি বলেছেন, 'আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়নি আগের স্ত্রী। সংক্রমণের ভয় পেত। আমার হৃদরোগ, ডায়াবিটিস-সহ অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে। আগের স্ত্রী মনে করত আমার সঙ্গে সঙ্গম করলে সেই রোগগুলো ওর শরীরেও থাবা বসাবে। তাই আমার এমন একজন স্ত্রী দরকার যে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে পারবে।'
দেগিয়ার ষষ্ঠ স্ত্রী তাঁর আগের পাঁচটি বিয়ে সম্পর্কে কিছুই জানতেন না। ৪২ বছর বয়সী ওই মহিলা বিধবা ছিলেন এবং বাড়ি ও অর্থের প্রতিশ্রুতি পেয়ে দেগিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। দেগিয়া ষষ্ঠ স্ত্রীকে তাঁর শ্যালিকার বাড়িতে রেখে এসেছিলেন। অভিযোগ, তিনি আর স্ত্রীর কোনও খোঁজ রাখেননি। ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। দেগিয়ার বিরুদ্ধে এখন ৪৯৮-এ (বিবাহিত মহিলার প্রতি নিষ্ঠুরতা) ধারায় মামলা করা হয়েছে।
মজার বিষয় হল, দেগিয়ার প্রথম স্ত্রীও জীবিত এবং ওই গ্রামেই পাঁচ সন্তানকে নিয়ে থাকেন। সন্তানদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। ষষ্ঠ স্ত্রীর অভিযোগ, 'আমাকে বিয়ে করার আগে ও পাঁচজনেরও বেশি মহিলার সঙ্গে বিয়ে করেছিল। তবে আমাকে এ ব্যাপারে অন্ধকারে রেখে দিয়েছিল। আমাকে বোনের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর এখন অন্য এক মহিলার সঙ্গে থাকছে। যদিও ওর প্রথম স্ত্রী এখনও জীবিত। আমাকে গ্রামবাসীরা বলেছে যে, ও মহিলাদের সঙ্গে কয়েক মাস সম্পর্ক রাখে এবং পরে তাদের ছেড়ে চলে যায়।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement