এক্সপ্লোর
ধর্ষণের অভিযোগ আনলেন মহিলা, পদত্যাগ করলেন গুজরাত বিজেপির সহ-সভাপতি

নয়াদিল্লি: গুজরাত বিজেপির সহ-সভাপতি জয়ন্তী ভানুশালীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা। সুরাত পুলিশের কাছে সহ-সভাপতির নামে অভিযোগ দায়েরের পরই শুক্রবার নিজের পদ থেকে পদত্যাগ করেন জয়ন্তী। ওই মহিলা তাঁর অভিযোগে বলেছেন, জয়ন্তী ভানুশালী তাঁকে বিখ্যাত একটি ফ্যাশন ডিজাইনিং কলেজে পড়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন। এমনকি মেয়েটির অভিযোগ তাঁকে ব্ল্যাকমেল করার জন্যে, জয়ন্তীর সহকারী পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে রাখেন। এতকিছুর পরেও মেয়েটি তাঁর যে কলেজে পড়ার ইচ্ছে ছিল সেখানে অ্যাডমিশন পান না। এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন জয়ন্তী। পুরোটাই তাঁকে বদনাম করার একটা চক্রান্ত বলে দাবি গুজরাত বিজেপির সহ-সভাপতির। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুল প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি তাঁর সমস্ত দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















