এক্সপ্লোর
Advertisement
সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাত সফরে রাহুল
আহমেদাবাদ: গুজরাতে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে না পারলেও আসন সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিয়েছে কংগ্রেস। ভোটের আগে তিনমাস গুজরাতে লাগাতার প্রচার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ভোটের ফল বেরোনোর পর ফের রাজ্য সফরে এলেন তিনি। সোমনাথ জেলার সোমনাথ মন্দিরে পুজো দিয়ে এবার গুজরাত সফর শুরু করলেন তিনি।
ভোটের আগে প্রচারের সময় রাহুল রাজ্যের বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছিলেন রাহুল। সোমনাথ মন্দিরেও গিয়েছিলেন তিনি। আর তাঁর এই মন্দির সফর ঘিরে ভোটের প্রচার উত্তপ্ত হয়ে গিয়েছিল। মন্দিরের রেজিস্টারে অহিন্দু দর্শনার্থীদের তালিকায় রাহুলের নাম লেখা হয়েছিল।
বিষয়টি প্রচারের হাতিয়ার করে বিজেপি। পাল্টা কংগ্রেস দাবি করেছিল যে, দলের পক্ষ থেকে রাহুলের নাম রেজিস্টারে লেখা হয়নি।
বিতর্কের পরিপ্রেক্ষিতে ভোটের পর রাহুলের সোমনাথ মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করাকে তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভোটে অর্জিত সাফল্যকে সামনে রেখে রাজ্যে দলের সংগঠন মজবুত করতে চাইছেন রাহুল।
সফরে রাহুল গুজরাতে দলের বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন।
সন্ধেয় কংগ্রেস সভাপতি আহমেদাবাদে গুজরাত বিশ্ববিদ্যালয়ের সভাগারে দলীয় কার্যকর্তাদের সম্মেলনে অংশ নেবেন।
গুজরাত সফরের আগে বিজেপিকে মিথ্যাবাদী বলে ফের আক্রমণ করেন রাহুল । টুইটারে কংগ্রেস সভাপতি লিখেছেন, বিজেপি যদি সিনেমা পরিবেশক সংস্থা হোত, তা হলে সিনেমার নাম হত ‘লাই হার্ড’।
If BJP had a film franchise it would be called Lie Hard #BJPLieHard #BJPLies #HowManyBJPLies
— Office of RG (@OfficeOfRG) December 23, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement