এক্সপ্লোর
গুজরাতে বিধানসভা নির্বাচনে রাম রাজ্য বনাম রোম রাজ্যের লড়াই, দাবি বিজেপি সাংসদের
![গুজরাতে বিধানসভা নির্বাচনে রাম রাজ্য বনাম রোম রাজ্যের লড়াই, দাবি বিজেপি সাংসদের Gujarat polls a battle between ‘Ram Rajya’ and ‘Rome Rajya’: BJP MP গুজরাতে বিধানসভা নির্বাচনে রাম রাজ্য বনাম রোম রাজ্যের লড়াই, দাবি বিজেপি সাংসদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/07182401/bjp_flag_020114.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনে রাম রাজ্যর বিরুদ্ধে রোম রাজ্যের লড়াই হতে চলেছে বলে দাবি করলেন বিজেপি সাংসদ বীরেন্দ্র সিংহ মস্ত। রাষ্ট্রবাদীদের বিরোধিতা করে গাঁধীনগরের আর্চবিশপ থমাস মেকনের বক্তব্যের সমালোচনা করে বীরেন্দ্রর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান সময়ে রাম রাজ্যের প্রতীক। অন্যদিকে, কংগ্রেস রোম রাজ্যের প্রতীক। গুজরাতে বিজেপি-ই জিতবে।
গত মাসে গাঁধীনগরের আর্চবিশপ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেন, ‘এই ভোটের ফলাফলের প্রভাব আমাদের দেশের ভবিষ্যতের উপর পড়বে। ভারতের ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এখন চ্যালেঞ্জের মুখে। রাষ্ট্রবাদীরা দেশকে প্রায় কবজা করে ফেলেছে। দেশে সংখ্যালঘু, গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে। কিন্তু গুজরাতের ভোটের ফল বড় পার্থক্য তৈরি করে দিতে পারে। মাদার মেরি যাতে আমাদের দেশকে রাষ্ট্রবাদীদের হাত থেকে বাঁচান, তার জন্য প্রার্থনা করতে হবে।’ আর্চবিশপের এই চিঠির কথা উল্লেখ করেই রোম রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন বিজেপি-র কৃষক নেতা বীরেন্দ্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)