এক্সপ্লোর
১২ শতাংশ জিএসটি: মোদী সরকারের সমালোচনা, গুজরাতে ক্ষমতায় এলে বিনামূল্যে মেয়েদের স্যানিটারি প্যাড, প্রতিশ্রুতি মহিলা কংগ্রেসের

ভদোদরা: গুজরাতে ক্ষমতায় এলে স্যানিটারি ন্যাপকিনের ওপর জিএসটি তুলে দিয়ে মেয়েদের বিনামূল্যে দেবে কংগ্রেস। প্রতিশ্রুতি দিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। স্যানিটারি ন্যাপকিনের ওপর '১২ শতাংশ' জিএসটি চাপানোয় মোদী সরকারের নিন্দা করেন তিনি। বলেন, স্যানিটারি ন্যাপকিনে ১২ শতাংশ জিএসটি চাপানো গরিব মেয়ে, মহিলাদের ওপর বিরাট আঘাত। মোদী সরকার অন্য অনেক পণ্যের ওপর কমালেও বিভিন্ন এনজিও, মহিলা সংগঠনের দাবি মেনে কর হ্রাস করেনি। মোদী সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির সঙ্গে এটা খাপ খায় না। একদিকে সরকার মহিলা, মেয়েদের মধ্যে মহিলা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচার চালাচ্ছে, অন্যদিকে তারাই স্যানিটারি ন্যাপকিনের দাম বাড়াচ্ছে। কংগ্রেস রাজ্যে সরকার গড়লে স্কুল, কলেজের মেয়েদের বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করবে। স্যানিটারি ন্যাপকিনে ১২ শতাংশ জিএসটি বসানো ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্যবিধির ক্ষেত্রে 'পশ্চাদমুখী পদক্ষেপ', এবং এর ফলে যে গরিব মেয়ে, মহিলারা স্যানিটারি ন্যাপকিনের সুযোগ পায় না, তাদের ক্ষতি হয় বলে অভিমত জানান তিনি। গুজরাতে মেয়েদের স্কুল ছেড়ে দেওয়ার ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গে স্যানিটারি প্যাডের দাম বৃদ্ধির যোগসূত্র আছে বলেও দাবি করেন সুস্মিতা। বলেন, আমার মনে হয়, জিএসটির জন্য স্যানিটারি প্যাডের দামবৃদ্ধির ধাক্কায় মেয়েরা হয়তো অস্বাস্থ্যকর ঋতুস্রাব সংক্রান্ত পদ্ধতি অনুসরণ করতে বাধ্য হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















