এক্সপ্লোর
গুজরাত প্রচারে প্রধানমন্ত্রীর দিকে চুড়ি ছোঁড়া মহিলাকে টিকিট দিতে পারে কংগ্রেস

আমদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে চু়ড়ি ছোঁড়া মহিলাকে পুরস্কৃত করতে চলেছে কংগ্রেস। চন্দ্রিকা সোলাঙ্কি নামে ওই মহিলা গত মাসে ভডোদরায় ভোট প্রচাররত প্রধানমন্ত্রীর দিকে চুড়ি ছুঁড়েছিলেন। চন্দ্রিকার বিশ্বাস, কংগ্রেস তাঁকে ভডোদরার শহরওয়াড়ি আসন থেকে টিকিট দেবে। ২২ অক্টোবর প্রধানমন্ত্রী যখন ভডোদরায় রোড শো করছিলেন, তখন ওই কাণ্ড ঘটান চন্দ্রিকা। পুলিশ তাঁকে গ্রেফতার করে। গুজরাতের দলিত নেতা জিগ্নেশ মেওয়ানি টুইট করে তাঁকে বীরাঙ্গনা আখ্যা দেন। তিনি লেখেন, ৪৫,০০০ আশা কর্মীর ন্যূনতম বেতনও না মেলায় গুজরাতের এই বিপ্লবী বীরাঙ্গনা চন্দ্রিকা সোলাঙ্কি মোদীর মুখে চুড়ি ছুঁড়ে মেরেছেন। চন্দ্রিকা স্থানীয় এক শ্রমিক ইউনিয়নের নেত্রী। এই সংগঠন রাজ্যের আশা স্বাস্থ্যকর্মীদের সমানাধিকার ও সম বেতনের দাবিতে আন্দোলন করে। তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন। ভোটে লড়ার জন্য প্রাথমিক শিক্ষিকার পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দেখা করেছেন রাহুল গাঁধীর সঙ্গেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















