এক্সপ্লোর
Advertisement
শুধু তিনি নন, গুজরাতের ৬ কোটি মানুষ বিজেপির বিরুদ্ধে লড়ছে, ট্যুইট হার্দিক পটেলের
আহমেদাবাদ: গুজরাতে বিধানসভা ভোটের নির্ঘন্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তা নিয়ে বিতর্কও চলেছে। এরইমধ্যে যুযুধান পক্ষগুলির বাকযুদ্ধ রাজ্যরাজনীতিতে যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে। গতকালই রাজ্যে এসে কংগ্রেসকে উন্নয়ণ বিরোধী বলে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজ্যের পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল ও তাঁর সহযোগীরা রাজ্য বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।
হার্দিকের ট্যুইট, তিনি একা নন, রাজ্যের মানুষ বিজেপি সরকারের জবাব চাইছে। তিনি বলেছেন, বিজেপির বিরুদ্ধে তিনি একা নন, গুজরাতের মানুষ লড়াই করছে। ব্যবসায়ী, কৃষক, সব সম্প্রদায়, শ্রমিক বিজেপির তানাশাহি মনোভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।
পতিদার আন্দোলনের এক নেতা অভিযোগ করেছেন যে, তাঁকে বিজেপিতে যোগ দিতে ১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হার্দিকের ট্যুইট, গুজরাতের মানুষ এত সস্তা নয় যে, বিজেপি তাঁদের কিনে নিতে পারে। এভাবে গুজরাতের মানুষকে অপমান করা হচ্ছে। ভোটেই এর জবাব দেবেন মানুষ।भाजपा के सामने में नहीं गुजरात की 6 करोड़ जनता लड़ रही हैं।व्यापारी,किसान,सभी समुदाय और मज़दूर भाजपा की तानाशाही से परेशान हैं।
— Hardik Patel (@HardikPatel_) October 23, 2017
गुजरात की जनता इतनी भी सस्ती नहीं है की भाजपा ख़रीद लेंगी !! गुजरात की जनता का अपमान किया जा रहा हैं।गुजरात की जनता अपमान का बदला लेंगी ! — Hardik Patel (@HardikPatel_) October 23, 2017
উল্লেখ্য, কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী তিনদিনের সফরে গুজরাতে এসেছেন। তাঁর সঙ্গে হার্দিকের দেখা হওয়ার কথা রয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কংগ্রেস হার্দিকের পাশাপাশি গুজরাতের বিভিন্ন সম্প্রদায়ের তরুণ নেতাদের দলে টানার চেষ্টা করছে। হার্দিক ইতিমধ্যেই রাজ্যে বিজেপিকে হারানোর লড়াইয়ের কথা বলে কার্যত কংগ্রেসের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। এদিন রাজ্যের অনগ্রসর সম্প্রদায়ের নেতা অল্পেশ ঠাকোর পূর্ব ঘোষণা মতো কংগ্রেসে যোগ দিয়েছেন।সূত্রের খবর, বনসকন্ঠা থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়াই করবেন অল্পেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement