এক্সপ্লোর
গুলশন নাশকতার হামলাকারীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগে গ্রেফতার কলেজ শিক্ষক
ঢাকা: ঢাকার গুলশনের হোলি আর্টিজন বেকারিতে হামলায় জড়িত সন্দেহে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, সেদিনের পাঁচ হামলাকারীর মধ্যে অন্যতম সফিকুল ইসলাম উজ্জ্বলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল গ্রেফতার হওয়া শিক্ষক মিলন হোসেনের।
মিলন হোসেন, পিয়ার আলি স্কুল এবং কলেজের শিক্ষক ছিলেন। শনিবার রাতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, পরে তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে পেশ করলে, বিচারক তাঁকে পাঁচদিন পুলিশি হেফাজতে রেখে জেরার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, মিলন আগে মাডবার মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করতেন। সেখানেই তিনি উজ্জ্বলকে শিক্ষক হিসেবে চাকরি পাইয়ে দেন।
বোগরা নামের মাদ্রাসার ছাত্র ছিলেন উজ্জ্বল। উজ্জ্বল বাংলাদেশে গত ১ জুলাই সন্ত্রাস হামলা চালানো পাঁচ জঙ্গির অন্যতম। এই পাঁচজনের ছবিই হামলার পরে আইএস প্রকাশ করেছিল। এই হামলায় এক ভারতীয় তরুণী সহ ২২ জন প্রাণ হারিয়ে ছিলেন।
ছ মাস আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন উজ্জ্বল, জানিয়েছেন সফিকুলের বাড়ির লোক। উজ্জ্বল তাঁর পরিবারের লোকদের বলেছিলেন তিনি তাবলিগ জামাত-এর চিল্লাতে যাচ্ছেন। এটা হল মূলত মসজিদ থেকে মসজিদ ভ্রমণ করা। ৪০ দিন ধরে চলে এই সফর। এইসময় ইসলাম ধর্ম সংক্রান্ত বিভিন্ন কথা শোনানো হয় ভক্তদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement