কর্নাটক: কংগ্রেস ও জেডিএস নিজেদের বিধায়কদের ‘পণবন্দি’ না করে রাখলে বিজেপি-ই সরকার গড়ত, দাবি অমিত শাহের

নয়াদিল্লি: কর্নাটকে কংগ্রেস ও জেডিএস জোটকে ‘অপবিত্র’ বলে কটাক্ষ করলেন অমিত শাহ। তাঁর দাবি, কর্নাটকবাসীর রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার গঠন করছে তারা।
কর্নাটক নির্বাচনের পর সেখানে সরকার-গঠনের ‘নাটক’ নিয়ে এই প্রথমবার মুখ খুললেন বিজেপি সভাপতি। সোমবার, দলীয় সদর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এটা নিয়ে কোনও ‘সন্দেহ’ নেই যে, মানুষের রায় কংগ্রেসের বিরুদ্ধে গিয়েছে।
ইয়েদুরাপ্পার সরকার গঠন করার সিদ্ধান্তের হয়ে এদিন জোর সওয়াল করেন অমিত শাহ। বলেন, যদি তেমনটা না করতাম, তাহলে তা জনতার রায়ের বিরুদ্ধ হতো। তাঁর অভিযোগ, কংগ্রেস ও জেডিএস নিজেদের বিধায়কদের ‘পণবন্দি’ করে রেখেছিল। তিনি বলেন, কংগ্রেস ও জেডিএস যদি নিজ নিজ বিধায়কদের পণবন্দি না করে রাখত, তাহলে, বিজেপি কর্নাটকে সরকার গঠন করেই ফেলত।
অমিত শাহ বলেন, মানুষের রায়ের বিরুদ্ধে গিয়ে গাঁটছড়া বেঁধেছে কংগ্রেস ও জনতা দল (সেকুলার) বা জেডিএস। আমি একে অপবিত্র জোট বলব। তিনি যোগ করেন, এই ফলাফল নিয়ে অনেকেই ধন্দে। আমি বলছি, এতে ধন্দের কিছু নেই। কারণ, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের কেবলমাত্র সাতটি আসন কম হয়েছে।
অমিত শাহের দাবি, কর্নাটকের মানুষকে কংগ্রেস আগে এই ব্যাখ্যা দিক যে, ওদের অধিকাংশ প্রার্থী হেরে যাওয়ার পরও কেন উৎসবে মেতেছে। তাঁর মতে, নিজেদের হারকে জয় হিসেবে দেখানোর নতুন রাস্তা পেয়েছে কংগ্রেস।
কংগ্রেসের উদ্দেশ্যে বিজেপি সভাপতি বলেন, আপনাদের আসন ১২২ থেকে কমে ৭৮-এ ঠেকেছে। তাহলে এত মাতামাতি কেন? বেশিরভাগ মন্ত্রী হেরে গিয়েছেন। এমনকী, মুখ্যমন্ত্রীও একটি আসনে হেরেছেন। তারপর সেই দল কী করে উৎসব পালন করে?
বিজেপিকে একক বৃহত্তম দল হিসেবে তুলে ধরার জন্য এদিন কর্নাটকবাসীকে ধন্যবাদ জানান অমিত শাহ। বলেন, আমরা ৪০ থেকে বেড়ে ১০৪ হয়েছি। আমাদের ভোট শতাংশের হারও উল্লেখজনকভাবে বেড়েছে। এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ।
কংগ্রেসের পাশাপাশি এদিন তাদের নতুন শরিক তথা রাজ্যের অন্যতম দল জেডিএস-কেও আক্রমণ করেন অমিত শাহ। জানান, ৩৭টি আসন জিতেও দেবগৌড়ার দল বিজয়োৎসব পালন করছে।






















