এক্সপ্লোর
Advertisement
২৩ বছর পরে ফের সমুদ্রপথে হজযাত্রা শুরুর ভাবনা সরকারের
নয়াদিল্লি: প্রায় সিকি শতাব্দী পর ফের মুম্বইয়ের উপকূলে হজযাত্রীদের কোলাহল শোনা যেতে পারে। কারণ, আগামী বছর থেকে ফের সমুদ্রপথে হজযাত্রা শুরু করার ভাবনা-চিন্তা করছে সরকার। হজ নীতি গঠন করার জন্য এক উচ্চ পর্যায়ের কমিটি গড়া হয়েছে। সেই কমিটিই আগামী বছর থেকে সমুদ্রপথে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর কথা ভাবছে।
১৯৯৫ সালের আগে পর্যন্ত মুম্বই থেকে জাহাজে করে জেড্ডায় যেতেন হজযাত্রীরা। কিন্তু সংশ্লিষ্ট জাহাজটি বয়সের ভারে অক্ষম হতে থাকায় ১৯৯৫ থেকে সমুদ্রপথে হজযাত্রা বন্ধ করে দেওয়া হয়। ২০১২ সালে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, যে হজযাত্রীরা বিমানে চড়ে সৌদি আরবে যায়, ২০২২ সালের মধ্যে তাঁদের ভর্তুকি বাতিল করতে হবে। সেই কারণেই বিমানের বদলে জাহাজে হজযাত্রীদের পাঠানোর কথা ভাবছে সংখ্যালঘু মন্ত্রক। এর ফলে খরচ অনেকটাই কমবে।
সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, তাঁরা সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন। হজযাত্রীদের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে। মুম্বই ছাড়াও কলকাতা ও কোচিকেও চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে জাহাজ মন্ত্রকের সঙ্গে আলোচনা করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement