এক্সপ্লোর
Advertisement
কুলভূষণ যাদবের মামলা লড়তে মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন হরিশ সালভে: সুষমা স্বরাজ
নয়াদিল্লি: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে ভারতের হয়ে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। জানেন সিনিয়র এই আইনজীবী কুলভূষণের মামলা লড়তে কত টাকা নিচ্ছেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে সেকথা জানিয়েছেন। হরিশ সালভে মাত্র এক টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই মামলা লড়ার জন্যে।
প্রসঙ্গত, বিদেশমন্ত্রী সঞ্জীব গোয়েলের করা এক টুইটের জবাব দিতে গিয়েই এই তথ্য জানান। সঞ্জীব গোয়েল সম্প্রতি বলেন, কুলভূষণ যাদবের এই মামলা লড়ার জন্যে ভারত যেকোনও ভাল আইনজীবী পেতেন, যিনি সালভের চেয়ে আরও অনেক কম পারিশ্রমিকে কাজ করতেন। এই টুইটের জবাবেই সুষমা স্বরাজ বলেন, তিনি এই মামলা লড়তে মাত্র এক টাকা নিচ্ছেন।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে সালভে এই মামলার প্রধান অ্যাটর্নি পদে রয়েছেন। প্রসঙ্গত, সোমবারই আদালতে যাদবের মামলার শুনানি শুরু হয়। সেখানেই সালভে দাবি তুলেছেন অবিলম্বে পাকিস্তানে কুলভূষণ যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা বাতিল করতে হবে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে যাদবের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও পেশ করেছেন অ্যাটর্নি হরিশ সালভে। সালভে জোরালো ভাষায় ভারতের অবস্থান তুলে ধরেছেন আদালতে। বলেছেন, সারা দুনিয়ায় মানবাধিকার মৌলিক অধিকার বলে স্বীকৃত, কিন্তু পাকিস্তান তা জলাঞ্জলি দিয়েছে। ৪৬ বছর বয়সি যাদবের সঙ্গে দেখা করতে ভারতীয় কনস্যুলেটকে অনুমতি দিতে ১৬ বার আর্জি জানানো হয়েছে। কিন্তু তাতে কর্ণপাতও করেনি ইসলামাবাদ। সালভে বলেন, ভারতের আশঙ্কা, তার যুক্তি, বক্তব্যের শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই পাকিস্তান হয়ত যাদবকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে।Not fair. #HarishSalve has charged us Rs.1/- as his fee for this case. https://t.co/Eyl3vQScrs
— Sushma Swaraj (@SushmaSwaraj) May 15, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
অটো
Advertisement