এক্সপ্লোর
করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হাসপাতালে, পালাতে গিয়ে ৭ তলা থেকে পড়ে মৃত্যু রোগীর
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে চরম মূল্য দিতে হল করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি রোগীকে। সাত তলা থেকে পড়ে গিয়ে মৃত্যুই হল প্রৌঢ়ের। ঘটনাটি হরিয়ানার কর্ণাল শহরের একটি সরকারি হাসপাতালের।

GURUGRAM, INDIA - APRIL 3: Doctors and medical workers in protective face masks and PPE suits, on day ten of the national lockdown to curb the spread of coronavirus, at Civil Hospital Sector 10, on April 3, 2020 in Gurugram, India. (Photo by Yogendra Kumar/Hindustan Times)
হরিয়ানা: হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে চরম মূল্য দিতে হল করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি রোগীকে। সাত তলা থেকে পড়ে গিয়ে মৃত্যুই হল প্রৌঢ়ের। ঘটনাটি হরিয়ানার কর্ণাল শহরের একটি সরকারি হাসপাতালের।
গত ১ এপ্রিল বিভিন্ন উপসর্গ নিয়ে হরিয়ানার কল্পনা চাওলা মেডিকেল কলেজে ভর্তি হন পাণিপথের বাসিন্দা শিবচরণ। সোমবার হাসপাতালের অনেকগুলি বিছানার চাদর একসঙ্গে বেঁধে সেটাকে দড়ির মতো ব্যবহার করে তা বেয়ে নেমে যেতে চেষ্টা করেন ওই প্রৌঢ়। পা পিছলে সাত তলা থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব জানান, তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না জানা যায়নি। তবে তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল। পর্যবেক্ষণের জন্যই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে।
কর্ণালের প্রধান চিকিৎসক জানান, গতকালই করোনা সংক্রমণে ৫৮ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয়। পিজিআইএম- এ ভর্তি ছিলেন ওই ব্যক্তি। করোনা সংক্রমণ ছাড়াও ডায়বিটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর।
এর আগে পঞ্জাবের অমৃতসরে করোনা আতঙ্কে আত্মঘাতী হয় এক প্রৌঢ় দম্পতি। তাদের ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। সেখান থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল ওই দম্পতি। করোনা আতঙ্কেই আত্মঘাতী হন তাঁরা সেকথাও উল্লেখ ছিল নোটে।
ইতিমধ্যেই পঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪, হরিয়ানাতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪। গোটা ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১০৯।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
