এক্সপ্লোর
দিল্লির দূষণ প্রতিকারের বৈঠকে অনুপস্থিত, গৌতম গম্ভীরের ছবি দিয়ে 'নিখোঁজ' পোস্টার
নভেম্বরের ১৫ তারিখ পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অফ আরবান ডেভেলপমেন্ট দিল্লি শহরের দূষণ ও তার প্রতিকার নিয়ে একটি বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে যোগ দিতে আহ্বান করা হয়েছিল সমস্ত সাংসদকে। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন গৌতম গম্ভীর। এরপরেই তাঁর ছবি সহ পোস্টার দেওয়া হয় বিভিন্ন জায়গায়। তাতে লেখা, ‘নিখোঁজ! আপনারা কি এনাকে কোথাও দেখেছেন? এঁকে শেষ দেখা গিয়েছিল ইনদওরে জিলিপি খেতে।’
![দিল্লির দূষণ প্রতিকারের বৈঠকে অনুপস্থিত, গৌতম গম্ভীরের ছবি দিয়ে 'নিখোঁজ' পোস্টার Have You Seen This Person?- Gautam Gambhir 'Missing' Posters Crop Up After He Skips Pollution Meet দিল্লির দূষণ প্রতিকারের বৈঠকে অনুপস্থিত, গৌতম গম্ভীরের ছবি দিয়ে 'নিখোঁজ' পোস্টার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/17160957/00.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দিল্লি: ‘নিখোঁজ! আপনারা কি এনাকে কোথাও দেখেছেন?’ দিল্লির বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এমনই পোস্টার। আর পোস্টারে দেখা যাচ্ছে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের ছবি!
নভেম্বরের ১৫ তারিখ পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অফ আরবান ডেভেলপমেন্ট দিল্লি শহরের দূষণ ও তার প্রতিকার নিয়ে একটি বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে যোগ দিতে আহ্বান করা হয়েছিল সমস্ত সাংসদকে। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন গৌতম গম্ভীর।
এরপরেই গৌতম গম্ভীরের ছবি সহ পোস্টার দেওয়া হয় বিভিন্ন জায়গায়। তাতে লেখা, ‘নিখোঁজ! আপনারা কি এনাকে কোথাও দেখেছেন? এঁকে শেষ দেখা গিয়েছিল ইনদওরে জিলিপি খেতে।’
বৈঠকে অনুপস্থিতি নিয়ে গম্ভীরকে তীব্র কটাক্ষ করে আম আদমি পার্টি (আপ)। তারা বলে, আপাতত ইনদওরে ‘সময় উপভোগ’ করতে ব্যস্ত বিজেপি সাংসদ। আপ নেত্রী অতিশী প্রাক্তন ক্রিকেটারকে কটাক্ষ করে টুইটও করেন।
ইনদওরে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ চলাকালীন গম্ভীরের একটি ছবি সামনে আসে। দেখা যায় প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ ও যতীন সাপ্রুর সঙ্গে ইনদওরে জিলিপি খাচ্ছেন তিনি।
এই কটাক্ষের উত্তরে গম্ভীর জানান, ‘মানুষ তাঁর কাজ দিয়ে তাঁকে বিচার করবে। দিল্লির সৎ মুখ্যমন্ত্রীর অনুগামীদের কথায় নয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)