এক্সপ্লোর
Advertisement
আদালত চত্বরে আক্রান্ত দম্পতি, দুজনেই প্রাপ্তবয়স্ক, জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে ওদের, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ককে বলল এলাহাবাদ হাইকোর্ট
সাক্ষীর দাবি, তিনি ব্রাহ্মণ, কিন্তু অজিতেশ দলিত বলে বিধায়ক বাবা তাঁদের বিয়েতে অখুশি। সাক্ষী, অজিতেশ আদালতে আবেদন করেছিলেন, রাজেশ বা পুলিশ যেন তাঁদের বিরক্ত, বিব্রত ও হেনস্থা না করেন। তাঁরা শান্তিতে থাকতে চান।
এলাহাবাদ: উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের মেয়ে ও তাঁর স্বামীর নিরাপত্তার আর্জি মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট। নিজের জাতের বাইরে বিয়ে করে বিধায়ক বাবার রোষের মুখে পড়ার অভিযোগ করেছেন সাক্ষী মিশ্র নামে ওই যুবতী। সাক্ষীর দাবি, বাবা বিধায়ক রাজেশ মিশ্র তাঁর ও স্বামী অজিতেশ কুমারের বিয়ে মেনে নিতে না পেরে দুজনের জীবন বিপন্ন করে তুলতে পারেন। সেজন্যই আদালতের শরণাপন্ন হয়েছেন তাঁরা। এদিন আদালত তাঁদের নিরাপত্তার নির্দেশ দেওয়ার কিছুক্ষণ বাদেই সাক্ষী ও অজিতেশের ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতকক্ষ থেকে বেরতেই দম্পতিকে মারধর করেন কয়েকজন আইনজীবী।
সাক্ষীর দাবি, তিনি ব্রাহ্মণ, কিন্তু অজিতেশ দলিত বলে বিধায়ক বাবা তাঁদের বিয়েতে অখুশি। সাক্ষী, অজিতেশ আদালতে আবেদন করেছিলেন, রাজেশ বা পুলিশ যেন তাঁদের বিরক্ত, বিব্রত ও হেনস্থা না করেন। তাঁরা শান্তিতে থাকতে চান। প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁরা নিজেদের ইচ্ছাতেই বিয়ে করেছেন। আদালত দম্পতির নিরাপত্তার বন্দোবস্ত করতে পুলিশকে নির্দেশ দেয়। শুধু তা-ই নয়, বিধায়ককেও স্পষ্ট বলে, ওঁরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই পছন্দের জীবনসঙ্গী বাছাইয়ের অধিকার আছে ওঁদের।
সাক্ষী গত সপ্তাহে অজিতেশকে বিয়ের কথা ঘোষণা করার পর থেকেই দুজনে পালিয়ে বেড়াচ্ছিলেন। দুজনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন।
এদিন হাইকোর্ট চত্বর থেকে আরেক দম্পতির অপহরণের খবরে তীব্র উত্তেজনা ছড়ায়। লোকমুখে খবর ছড়ায় যে, সাক্ষী ও অজিতেশকে কে বা কারা ছিনতাই করেছে। টানটান নাটকের মধ্যেই তাঁরা আদালতে আসেন। তখন ভুল ভাঙে। পরে এলাহাবাদের সিনিয়র পুলিশ সুপার অতুল শর্মা অপহৃত দম্পতিকে ফতেপুর জেলা থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান।
ভিডিও পোস্ট করে মেয়ের তোলা চাঞ্চল্যকর অভিযোগের মুখে বেরিলির বিঠারি চৈনপুরের বিজেপি বিধায়কের অবশ্য দাবি, তিনি কারও কাছেই বিপদ নন। মেয়ের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে বলেও তিনি মনে করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement