এক্সপ্লোর
Advertisement
চেন্নাইয়ে বৃষ্টির জেরে বন্ধ স্কুল-কলেজ, বিপর্যস্ত জনজীবন, আগামী তিনদিন পরিস্থিতির উন্নতি হবে না, পূর্বাভাস আবহাওয়া দফতরের
চেন্নাই: ভারী বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত চেন্নাইয়ের জনজীবন, বন্ধ স্কুল-কলেজ। বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে গিয়েছে জল, রাস্তায় যানজট। মানুষকে সমুদ্রের ধারে যেতে নিষেধ করেছে প্রশাসন। শুধু চেন্নাই নয়, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুরের বিভিন্ন জরুরি পরিষেবা, স্কুল-কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সোমবার সারাদিনের বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে ফের হাল্কা ও মাঝারি বৃষ্টি শুরু হয় দক্ষিণ ভারতের এই শহরে। বিভিন্ন জায়গায় বিদ্যুত্ না থাকার খবর পাওয়া গিয়েছে।
বাড়ির দেওয়ালের তলায় চাপা পড়ে তাঞ্জাভুর জেলার ওরথানাডুতে ৩৮ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চেন্নাইয়ের শহরতলি এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। সারা রাতের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় প্রায় দুই ফুট পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। গাড়ি চলা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে চেন্নাইয়ের রাস্তায়। আন্নানগর, ভাডাপালানি, পশ্চিম মামবালাম, টি নগর, অশোকনগর জাংশন, নন্দানাম, মোগাপ্পায়ার, আম্বাত্তুর, পেরাম্বুর, মুডিচুর, পেরাঙ্গালাথুরের সমস্ত রাস্তা জলের তলায়। এর আগে ২০১৫ সালে এভাবে জল জমে বিপর্যস্ত হয়ে গিয়েছিল ভারতের চতুর্থ জনবহুল শহরের জনজীবন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিনদিনে ভারী থেকে আরও ভারী বৃষ্টি হবে চেন্নাই ও তার আশপাশের এলাকায়। রাজ্য প্রশাসন পরিস্থিতি মোকাবিলার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের থেকে সাহায্য চেয়েছে। ২০১৫ সালের বন্যায় চেন্নাইয়ে ২৭০ জনের প্রাণ গিয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement