এক্সপ্লোর
চিনা যোগ ছিন্ন করলেও ভারতে পাবজি-র প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ
জানা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার পাবজি করপোরেশন সম্প্রতি ভারতে এবার পাবজি মোবাইল গেমটি ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়েছে।
![চিনা যোগ ছিন্ন করলেও ভারতে পাবজি-র প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ Here's Why PUBG Ban Is Unlikely To Be Revoked Soon Despite China's Tencent Being Removed From India Ops চিনা যোগ ছিন্ন করলেও ভারতে পাবজি-র প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/06030420/PUBG.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াাদিল্লি: পাবজি গেম নিষিদ্ধ করা হয়েছে ভারতে। ভারতের সঙ্গে চিনের বর্তমান সম্পর্ক যে জায়গায় রয়েছে, তাতে এই নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকারের তোলার সম্ভাবনাও কম। কিন্তু দক্ষিণ কোরিয়ার পাবজি করপোরেশন এবার চিনের প্রসিদ্ধ গেম ডেভলপার কোম্পানি টেনসেট গেমসের কাছ থেকে তাদের সমস্ত স্বত্ব নিজেদের কাছে নেওয়ার ঘোষণা করেছে। টেনসেট গেমসই ভারতে এই গেমসের পাবলিশার ছিল। পাশাপাশি জিও-র সঙ্গে হাত মেলাতে পারে পাবজি।
কিছুদিন আগেই, ২ সেপ্টেম্বর পাবজি মোবাইল সহ ১১৮টি অ্যাপ্লিকেশন কে ব্যান করে দেয় ভারতের আইটি দপ্তর। চিনের সঙ্গে ঠান্ডা যুদ্ধ করার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার পাবজি করপোরেশন সম্প্রতি ভারতে এবার পাবজি মোবাইল গেমটি ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়েছে। তারা জানিয়েছে যে, এবার তারা পাবজি মোবাইল গেমের সমস্ত লাইসেন্স থেকে টেনসেট গেমসকে বের করে দিয়েছে। পরিবর্তে এবার এই গেমের সমস্ত লাইসেন্স থাকবে সাউথ কোরিয়ার কোম্পানি পাবজি কর্পোরেশনের কাছেই। প্রসঙ্গত এই পাবজি মোবাইল গেমটি চিনের বিখ্যাত কোম্পানি টেনসেট গেমস- এর অধীনে এতদিন ছিল। এই কোম্পানিটিকেই ভারত সরকারের তরফে ব্যান করা হয়েছে, যার মূল কারণ ছিল ভারতের সুরক্ষা নিশ্চিত করা। সুতরাং, মনে করা হচ্ছিল, যে এই গেম আবার পাবজি কর্পোরেশনের হাত ধরে ভারতে ফিরতে পারে। আর জিও মোবাইল নেটওয়ার্ক কানেকশনের হাত ধরলে ফিরে আসা সুগম হবে।
কিন্তু পরিস্থিতি এতটা সহজ নাও হতে পারে। কেন্দ্রীয় সরকারের সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা যা জানিয়েছে, তা এই গেম-প্রেমীদের কাছে সুখবর নাও হতে পারে। কারণ, সংবাদসংস্থা জানিয়েছে, এই গেম ফেরাতে আগ্রহী নয় কেন্দ্র। এই গেমের ক্ষেত্রে হিংসার বাড়াবাড়ি থাকার বিষয়ে আগেও অভিযোগ এসেছে। এই উদ্বেগের বিষয়টি মাথায় রেখেই ওই গেম ফেরানোর কথা ভাবা হচ্ছে না।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে কোম্পানি অংশীদারিত্ব গড়ে তুলতে চাইছে। লক্ষ্য, হল এদেশে বিপুল গ্রাহক-ভিত্তি ফিরে পাওয়া। যদিও এ ব্যাপারে রিলায়েন্সের সঙ্গে এখনও কোনও সমঝোতায় পৌঁছনো যায়নি। এ ব্যাপারে রিলায়েন্সের কাছ থেকেও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)