Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ
ABP Ananda LIVE : দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে এবার টার্গেট এক সত্তরোর্ধ্ব দম্পতি। ডাকাতি করার ছক ছিল ভয়ঙ্কর। রবিবার দোতলা বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে পড়ে ডাকাত দল। তারপর দোতলায় উঠে লুঠ করে তারা। অভিযোগ, মোট ৭ জনের একটি দল যুক্ত ছিল এই ডাকাতির পিছনে।
সত্তরোর্ধ্ব দম্পতির ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত। রবিবার রাত ২টো নাগাদ বাড়িতে হানা দেয় ডাকাতদল। ভাড়াটে না থাকার সুযোগে একতলার জানলার গ্রিল কেটে ভিতরে ঢোকে তারা। এরপর গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে ধরে, খুনের হুমকি দিয়ে তারা লুঠপাট চালায়। ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন বৃদ্ধা। তিনি আন্দাজই করতে পারছেন না কে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। জানালেন, স্বামী অসুস্থ, তাঁরও শরীর ভাল নয়। ডাকাতির ঘটনার পর ভয়ে ঠকঠক করে কাঁপছেন। ক্যামেরার সামনেই ভেঙে পড়লেন তিনি। অভিযোগ, আলমারি ভেঙে সর্বস্ব লুঠ করে ডাকাতরা পালিয়ে যায় বলে অভিযোগ। CC ক্যামেরায় ধরা পড়েছে হেলমেট পরা ডাকাতদের বাড়িতে ঢোকার ছবি। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। তবে, ডাকাতরা হেলমেট পরে থাকায় তাঁদের চিহ্নিত করা যাচ্ছে না।
দিন তিনেক আগেই খাস কলকাতায় লুঠের ঘটনা ঘটে। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ চালানো হয় লুঠপাট । এক্ষেত্রেও ২ মেয়ে বেঙ্গালুরুতে থাকেন । বাড়িতে লোক বলতে, সর্বক্ষণের জন্য় একজন পরিচারিকা । আর, এক কেয়ারটেকার। আর দমদমের ঘটনাতেও দেখা যাচ্ছে, একাকী বৃদ্ধ-বৃদ্ধা থাকেন বাড়িতে। ছেলে রাজ্যের বাইরে চাকরি করেন।



















