শেষ হল পঞ্জাব ও গোয়ায় নির্বাচনী প্রচারপর্ব, ভোটগ্রহণ শনিবার
চণ্ডীগড় ও পানাজি: শেষ হল পঞ্জাব ও গোয়ার নির্বাচনী প্রচারপর্ব। আগামী ৪ ফেব্রুয়ারি পঞ্জাবের ১১৭ এবং গোয়ার ৪০ বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। দুটি রাজ্যেই এক দফায় ভোটগ্রহণ হওয়ার কথা।
এই দুই রাজ্যেই মোদী সরকারের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। এই প্রথম স্বাস্থ্যজনিত কারণে ভোটপ্রচার থেকে নিজেকে বিরত রেখেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। দলের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন সহ-সভাপতি রাহুল গাঁধী।
সেই জায়গায় বিজেপি প্রার্থীদের হতে প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর সহ একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্বকে।
পঞ্জাবে একদিকে যেখানে বিজেপি-শিরোমনি অকালি দল জোটের কাছে পরীক্ষা হবে ক্ষমতার শাসনভার ধরে রাখা, সেখানে বিরোধী কংগ্রেস ও আম আদমি পার্টির লক্ষ্য হবে বিজেপি-এসএডি জোটকে উৎখাত করা।
পঞ্জাবে এবারে বিরোধীদের মূল ইস্যু হল মাদক সমস্যা, দুর্নীতি ও আইনশৃঙ্খলা। পাশাপাশি, শতদ্রু-যমূনা লিঙ্ক ক্যানাল বিতর্কও বিরোধীদের কাছে ভোটের বড় ইস্যুতে পরিণত হয়েছে।
পঞ্জাবে সাধারণত, বিজেপি ও কংগ্রেসের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এবার আম আদমি পার্টিও কোমর বেঁধে নেমেছে। লোকসভা নির্বাচনে চারটি আসন জেতা আপ নেতৃত্ব এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী। যে কারণে, রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে প্রচার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
অন্যদিকে, গোয়ায় এবার লড়াই ত্রিমুখী হতে চলেছে। এখানেও কংগ্রেস ও বিজেপির সঙ্গে লড়াইয়ে রয়েছে আপ।