এক্সপ্লোর
Advertisement
বরাদ্দ খাবার নিয়ে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ জম্মু ও কাশ্মীরে নিযুক্ত বিএসএফ জওয়ানের, তোলপাড় সোশ্যাল মিডিয়া
নয়াদিল্লি: সীমান্ত রক্ষায় যারা অতন্দ্র প্রহরী সেই বিএসএফেরই এক জওয়ান ঊর্ধতন কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন। পাহাড়ি এলাকায় প্রতিকূল পরিস্থিতিতে কর্মরত জওয়ানদের দুঃখদুর্দশা তুলে ধরে তিনি কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। নিজেকে ২৯ তম ব্যাটেলিয়নের জওয়ান পরিচয় দিয়ে ফেসবুকে ওই ভিডিও পোস্ট করে জম্মু ও কাশ্মীরে সেনাদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর নাম তেজ বাহাদুর যাদব। তাঁর ভিডিওটি ইতিমধ্যেই ১২ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ১ লক্ষ অ্যাকাউন্টে শেয়ার হয়েছে। তাঁর অভিযোগ, জীবন বাজি রেখে যাঁরা দেশ পাহারা দিচ্ছেন, দু’বেলা পেট ভরে পাচ্ছেন না তাঁরাই।
যাদবের অভিযোগ, বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা তাঁদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী (গম, চাল, ডাল) বাজারে বিক্রি করে দেন। এই দুর্নীতি নিয়ে কেউ প্রশ্ন তোলে না বলেও তিনি আক্ষেপ করেছেন। তাঁর অভিযোগ, কঠিন আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতি দিনে প্রায় ১১ ঘন্টা ডিউটি করতে হয় তাঁদের। কিন্তু সরকার কর্তৃক বরাদ্দ খাদ্য থেকে বঞ্চিত হন তাঁরা।
‘বিএসএফ জওয়ানের নাস্তা’ শিরোণামে পোস্ট করা ভিডিওতে তিনি চাপাটির গুণমাণ দেখিয়েছেন। ওই চাপাটি পোড়া বলেই দেখানো হয়েছে।
দ্বিতীয় ভিডিওতে শিবিরে শুধু হলুদ ও নুন দিয়ে ডাল তৈরি দেখানো হয়েছে।
যাদব লিখেছেন, এই ভিডিও প্রকাশ্যে করার ফল তিনি জানেন। একইসঙ্গে এজন্য চাকরি খোয়ানোর আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, বিএসএফ সূত্রে যাদবের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, যাদব স্বভাবগতভাবে শৃঙ্খলাভঙ্গকারী এবং নিয়ন্ত্রণ রেখায় পোস্টিং নিয়ে অসন্তুষ্ট হওয়াতেই ওই ভিডিও পোস্ট করেছেন তিনি। বিএসএফ বলেছে, ১৯৯৬-এ বিএসএফে যোগ দেন যাদব। বিভিন্ন কারণে তিনবার তাঁর শাস্তি হয়েছে। একজন কমান্ডারের সঙ্গে অভব্য আচরণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি তাঁকে নিয়ন্ত্রণ রেখায় বদলি করা হয়। তখন থেকেই তিনি ক্ষুব্ধ এবং তাঁর ঊর্ধতনদের চরম ফল ভোগার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
উত্তর ২৪ পরগনা
Advertisement