Abhishek-Aishwarya: জল্পনায় জল ঢাললেন অভিষেক-ঐশ্বর্য্য, পোশাকে রঙমিলান্তি, একসঙ্গে পোজ দিলেন ক্যামেরায়!
Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan: জল্পনায় জল পড়ল আরও এক বিয়ে বাড়িতেই। সদ্য মুম্বইয়ের একটি বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল অভিষেক ও ঐশ্বর্য্যকে
কলকাতা: এত দীর্ঘ বিচ্ছেদের গুঞ্জনের পরে এটাই কি তাঁদের জবাব? দীর্ঘদিন ধরেই একসঙ্গে, এক ফ্রেমে দেখা যাচ্ছিল না ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-কে। গুঞ্জনের শুরুটা হয়েছিল একটি বিবাহের অনুষ্ঠান থেকেই। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে আলাদাভাবে এসেছিলেন অভিষেক ও ঐশ্বর্য্য। এর আগেও তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছিলই। তবে এই আলাদা আসা যেন অগ্নিতে ঘৃতাহুতি করেছিল। অনেকেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলেন, আর একসঙ্গে, এক ছাদের তলায় থাকছেন না অভিষেক ও ঐশ্বর্য্য। আলাদাভাবেই থাকছেন তাঁরা। মায়ের সঙ্গে থাকছেন আরাধ্যা। অন্যদিকে অভিষেক থাকছেন বাবা-মায়ের সঙ্গে।
এই ঘটনার পর থেকেই বদলে যায় পরিস্থিতি। যেমন ঘটা করে মেয়ের জন্মদিন উদযাপন করেছিলেন ঐশ্বর্য্য রাই। সেই পার্টিতে দেখা যায়নি অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন বা পরিবারের অন্যান্য সদস্যদেরও। কেবল দেখা গিয়েছিল ঐশ্বর্য্যের মা ও তাঁর পরিবারের সদস্যদের। সোশ্যাল মিডিয়াতেও কোনও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাননি অভিষেক বা অমিতাভ কেউই। আবার ঐশ্বর্য্যের জন্মদিনে একই ঘটনা পুনরাবৃত্তি। বচ্চন পরিবারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল না কোনও শুভেচ্ছাবার্তা। নিজের মতো করেই জন্মদিনটা কাটিয়েছিলেন ঐশ্বর্য্য।
তবে এবার, সেই জল্পনায় জল পড়ল আরও এক বিয়ে বাড়িতেই। সদ্য মুম্বইয়ের একটি বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল অভিষেক ও ঐশ্বর্য্যকে। রঙমিলান্তি করে দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। সঙ্গে ছিলেন ঐশ্বর্য্যের মা বৃন্দা রাই। এদিন অভিষেক ও ঐশ্বর্য্যকে সবার সঙ্গে একসঙ্গে পোজ দিতেও দেখা যায় ক্যামেরার সামনে। সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিংস ছড়িয়ে পড়তেই ভাইরাল। অনেকেই মনে করেছেন বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে একসঙ্গেই রয়েছেন অভিষেক ও ঐশ্বর্য্য। কিন্তু আদৌ তাঁদের ভিতরের সত্যিটা কী, তার উত্তর দিতে নারাজ এই যুগল।
View this post on Instagram
আরও পড়ুন: Sreemoyee-Kanchan: কেবল আমার সঙ্গে নাম জড়িয়েছিল বলেই কাঞ্চন আমায় বিয়ে করুক, এটা চাইনি: শ্রীময়ী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।