এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
জম্মু ও কাশ্মীরে হাইওয়ে হামলায় যুক্ত ৬ জঙ্গি সহযোগী গ্রেপ্তার, ৬টি গাড়ি বাজেয়াপ্ত
বার বার তল্লাশি করে সেই স্কোয়াডকে অকেজো করার কাজে নেমেছে সেনা ও পুলিশ। প্রাথমিকভাবে মিলেছে বড়সড় সাফল্য। হাইওয়েতে হামলায় নিযুক্ত ৬ জন জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীনগর: বড় রাস্তায়, রাজপথে, জাতীয় সড়কে সেনার উপর একের পর এক হামলা চালানোর এক জঙ্গি স্কোয়াড বেশ কিছুদিন ধরেই সক্রিয় জম্মু-কাশ্মীরে। বার বার তল্লাশি করে সেই স্কোয়াডকে অকেজো করার কাজে নেমেছে সেনা ও পুলিশ। প্রাথমিকভাবে মিলেছে বড়সড় সাফল্য। হাইওয়েতে হামলায় নিযুক্ত ৬ জন জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৬টি গাড়ি, যেগুলি এই ধরনের হামলায় যাতায়াত, অস্ত্র সরবরাহ, পালানো ইত্যাদি কাজে নিয়মিত ব্যবহার করা হয়। পান্থচকে এক সাংবাদিক বৈঠকে আইজিপি কাশ্মীর বিজয় কুমার জানিয়েছেন চলতি বছরে ১৪ অগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত পুলিশ এবং সেনার উপরে একের পর এক হামলা চালানো হয়েছে। হামলা হয়েছে নওগাম, শ্রীনগর-সহ বেশ কয়েকটি জায়গায়। একটি ঘটনায় দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। তাদের ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়েছে জঙ্গিরা।
গত ২১ সেপ্টেম্বর ছাদোরা এলাকায় ২৫ জন জঙ্গির একটি দলের চালানো হামলায় এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। তাঁর রাইফেলটিও ছিনিয়ে নেওয়া হয়। আবার ৫ অক্টোবর তায়েনগা এলাকায় বাইপাসের উপর হামলায় দুই সিআরপিএফ জওয়ান মারা যান। আহত হন ৪ জওয়ান। এবারও ঘটে রাইফেল নিয়ে চম্পট দেওয়ার ঘটনা। একই ধরনের এই হামলাগুলি খেয়াল করেই গোয়েন্দারা বুঝতে পারেন যে একটি কোনও নির্দিষ্ট দল পরিকল্পনা করে এভাবে হাইওয়ের উপর হামলা চালাচ্ছে। তখনই জঙ্গিদের পাকড়াও করার প্ল্যান শুরু হয়। এখনও পর্যন্ত যাদের ধরা গিয়েছে তাদের জেরা করে এই দলের আরও অনেককে ধরতে পারা যাবে বলে আশা করছেন গোয়েন্দারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement