এক্সপ্লোর
Advertisement
'লাভ জেহাদে'র অভিযোগ তুলে বাঘপতে আদালত চত্বরেই যুগলকে মারধর হিন্দু যুবা বাহিনীর
বাঘপত: 'লাভ জেহাদে'র অভিযোগ তুলে ফের যোগী রাজ্যে ফের গৈরিক বাহিনীর তাণ্ডব। পুলিশের উপস্থিতিতেই আদালত চত্বরে যুগলের ওপর চড়াও হল হিন্দু যুবা বাহিনী। ওই যুগলকে মারধরও করে হিন্দু যুবা বাহিনীর লোকজন।
Hindu Yuva Vahini workers thrash man in Baghpat court premises alleging 'love jihad' pic.twitter.com/siDUNxVcsq
— ANI UP (@ANINewsUP) January 14, 2018
বাহিনীর লোকজনের দাবি, এক মহিলা পঞ্জাব থেকে বাঘপতে আদালতে বিয়ের জন্য এসেছেন। ওই মহিলাকে ভিন্ন ধর্মের লোকজন এই বিয়ে করতে জোর করেছে বলেও দাবি করে বাহিনীর সদস্যরা।
অভিযুক্ত যুগলকে গ্রেফতার করতে পুলিশ পৌঁছলে গৈরিক বাহিনীর সদস্যরা বাঘপত আদালত চত্বরে ওই তরুণ ও তরুণীর ওপর হামলা চালায়। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয়।
বাঘপতের পুলিশ সুপার জয়প্রকাশ সিংহ জানিয়েছেন, কী ঘটছে তা বিস্তারিতভাবে না জেনে কোনও মন্তব্য করা যায়। পুরো ঘটনার তদন্ত চলছে। তিনি আরও বলেছেন, সবকিছুর সঙ্গেই 'লাভ জেহাদ' জুড়ে দেওয়াটা ঠিক নয়।
জানা গেছে, ওই যুগলকে পুলিশ যখন থানায় নিয়ে আসছিল, তখন বাহিনীর সদস্যরাও থানায় চলে এসে সেখানে বিশৃঙ্খলা তৈরি করে। তারা পুলিশকেও হুমকি দেয়। তাদের দাবি, এটি লাভ জেহাদের ঘটনা। এর সঙ্গে কাশ্মীর যোগ রয়েছে।
বাঘপত পুলিশ 'লাভ জেহাদে' অভিযুক্ত ওই তরুণ ও তরুণীকে গ্রেফতার করেছে। সমগ্র ঘটনা সম্পর্কে পঞ্জাব পুলিশকেও জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement