এক্সপ্লোর
Advertisement
হিট অ্যান্ড রান: সলমনের বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
নয়াদিল্লি: ২০০২ সালের গাড়ি চাপা মামলায় বলিউড সুপারস্টার সলমন খানের মুক্তির বিরুদ্ধে আনা একটি আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনটি করেছিলেন ওই ঘটনায় আহত এক ব্যক্তি।
১৪ বছর আগের ওই মামলায় গত বছরের ডিসেম্বরে মুক্তি দেয় বম্বে হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধেই নতুন করে আবেদন করেন নিয়ামত শেখ। ওই ঘটনায় তাঁর যা ক্ষতি হয়েছে, তার জন্য অভিনেতা এবং মহারাষ্ট্র সরকারের থেকে ক্ষতিপূরণের দাবি নিজের আবেদনে করেন নিয়ামত।
শুক্রবার, আবাদনকারী এম নিয়ামতের আনা ওই আবেদন খারিজ করে দেয় বিচারপতি জে এস কেহর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। বিচারপতিরা জানিয়ে দেন, এই সংক্রান্ত একটি মামলা আগে থেকেই শীর্ষ আদালতে বিচারাধীন। সেখানে মহারাষ্ট্র সরকারের তরফ থেকেই সলমনের মুক্তির বিরুদ্ধে আবেদন করা হয়েছে। বেঞ্চের মতে, নতুন আবেদন করে কোনও সুরাহা হবে না।
২০০২ সালের ২৮ অক্টোবর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় ফুটপাথে ঘুমিয়ে থাকা পাঁচ ব্যক্তিকে ধাক্কা মারার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। ওই ঘটনায় একজন মারা যান এবং আরও ৪ জন আহত হয়েছিলেন। ওই মামলায় গত বছরের মে মাসে সলমনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। সাতমাস পর সেই রায়কে খারিজ করে অভিনেতাকে মুক্তি দেয় বম্বে হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement