এক্সপ্লোর
হিটলার, মুসোলিনিও শক্তিশালী ব্র্যান্ড, অনিল ভিজকে খোঁচা রাহুলের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাত্মা গাঁধীর চেয়ে বড় ব্র্যান্ড বলে দাবি করা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজকে কটাক্ষ করলেন কংগ্রেস সহ-সভাপিত রাহুল গাঁধী। ট্যুইটে তাঁর খোঁচা, হিটলার, মুসোলিনিও শক্তিশালী ব্র্যান্ড ছিলেন। খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের ক্যালেন্ডার ও ডায়েরিতে গাঁধীজির বদলে মোদীর ছবি দেওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। আজ সেই বিতর্কে বাড়িয়ে দেন অনিল। তিনি দাবি করেন, গাঁধীর ছবি সরিয়ে মোদীর ছবি বসিয়ে ভালই হয়েছে। মোদী ব্র্যান্ড হিসাবে আরও ভাল। এমনকী খাদিকে জনপ্রিয় করতে গাঁধীর ভূমিকাকে নস্যাৎ করেও তাঁকে বলতে শোনা যায়, যেদিন থেকে গাঁধীর নাম জুড়েছে, আর খাদি শিল্প মাথা তুলে দাঁড়াতে পারেনি। তার অবনতি হয়েছে। দেশের নোটে গাঁধীর ছবি বসানোর জন্য টাকার দামের পতন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা হরিয়ানার মন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। এবার রাহুলও তাঁকে কটাক্ষ করলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















