এক্সপ্লোর
Advertisement
বিল অনাদায়ে হাসপাতালে রোগীকে পণবন্দি করা যাবে না, রায় দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: বিল মেটানো না হলে রোগীকে আটকে রাখতে পারবে না হাসপাতাল। একটি বেসরকারি হাসপাতালে টাকা আদায় করার জন্য রোগীকে আটকে রাখার ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি বিপীন সাংঘি ও দীপা শর্মার বেঞ্চ বলেছে, টাকা না মেটানো হলেও রোগীদের ছেড়ে দিতে হবে। কাউকে পণবন্দি করে রাখা যাবে না। হাসপাতালগুলির এই আচরণ অনুমোদন করে না আদালত।
মধ্যপ্রদেশের এক প্রাক্তন এক পুলিশকর্মীকে এ বছরের ফেব্রুয়ারিতে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বিভিন্ন সমস্যা ছিল। এর জন্য অস্ত্রোপচারও করতে হয়। ওই ব্যক্তির ছেলের দাবি, ১৩.৪৫ লক্ষ টাকা বাকি ছিল। এই টাকা আদায় করার জন্য তাঁর বাবাকে আটকে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তাঁর উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। অন্যত্র নিয়েও যেতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এই কারণেই আদালতের দ্বারস্থ হন ওই রোগীর ছেলে। সেই আবেদনের ভিত্তিতেই এই রায় দিয়েছে হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement