এক্সপ্লোর
Advertisement
মানবাধিকার উপেক্ষিত হয়েছে, জনমতের চাপেই বহাল মৃত্যুদণ্ড, দাবি কৌঁসুলির, রিভিউ পিটিশন পেশ করবে নির্ভয়াকাণ্ডের চার দোষী
নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে চার অপরাধীর কৌঁসুলিদের দাবি, জনমতের চাপেই তাঁদের মক্কেলদের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১২-র ১৬ ডিসেম্বরের ঘটনার পর দেশজুড়ে দোষীদের চরম সাজার দাবিতে যে ব্যাপক বিক্ষোভের আয়োজন হয়েছিল, তার প্রভাবেই চারজনের এহেন কঠোর শাস্তি, বললেন আইনজীবী এ পি সিংহ।
গণধর্ষণ, হত্যা মামলায় চার অপরাধীর মধ্যে দুজন, অক্ষয় কুমার ও বিনয় শর্মার আইনজীবী তিনি। এদিনের রায় খতিয়ে দেখার আবেদন জানিয়ে পিটিশন পেশ করবেন তাঁরা, জানান সিংহ। রায় বেরনোর পর তিনি বলেন, সন্ত্রাসবাদীরা পর্যন্ত বিচার বিভাগ থেকে রেহাই পাচ্ছে। তবে আমাদের পূর্ণ আস্থা আছে বিচারবিভাগের ওপর।
সিংহ বলেন, ন্যায়বিচার পেলাম না। আমরা রায় খতিয়ে দেখে রিভিউ পিটিশন দেব। দেশকে বার্তা দিতে হবে বলে যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। শাস্তির উদ্দেশ্য তো উন্নতি ঘটানো। জীবনের অধিকারও তো আছে। এক্ষেত্রে মানবাধিকার উপেক্ষিত হল। এটা হিংসা, মহাত্মা গাঁধীর দর্শনকে নাকচ করা হয়েছে।
পাশাপাশি বাকি দুই অপরাধীর কৌঁসুলি এম এল শর্মাও জানান, তাঁরাও রিভিউ পিটিশন দিচ্ছেন। তাঁর মক্কেল মুকেশ সিংহকে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন শর্মা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement