এক্সপ্লোর
Advertisement
গুরমেহেরের সমর্থনে, বিরুদ্ধ মত প্রকাশের পরিসর 'পুনরুদ্ধার' চেয়ে দিল্লিতে এবিভিপি-বিরোধী মিছিল পড়ুয়া, শিক্ষকদের
নয়াদিল্লি: গতকাল রাস্তায় নেমেছিল এবিভিপি। তেরঙ্গা মিছিল করেছিল। গুলমেহের কউরের সমর্থনে আজ রাজধানীর রাস্তায় মিছিল বেরল বাম ছাত্রদের। সোস্যাল মিডিয়ায় এবিভিপি-বিরোধী প্রচার করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কার্গিল শহিদের কন্যা মিছিলে ছিলেন না বটে, তবে তাঁর পাশে দাঁড়ালেন সহপাঠীরা, শিক্ষকরাও। দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশ পড়ুয়া ও শিক্ষক সমবেত ভাবে মিছিল করলেন। নর্থ ক্যাম্পাস থেকে আর্টস ফ্যাকাল্টি ভবন পর্যন্ত মিছিল যায়। সেখানে 'এবিভিপি দূর হটো', 'আজাদি' স্লোগান ওঠে। মিছিলে তাঁদের হাতের পোস্টারে ছিল 'তোমাদের জাতীয়তাবাদ আমাদের গণতন্ত্রের ঊর্ধ্বে নয়' জাতীয় বক্তব্য।
মিছিলে শামিল পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলিকে এবিভিপি-র 'আঘাত' থেকে রক্ষা করা, বিরুদ্ধ মত প্রকাশের পরিসর 'খর্ব করা'র চেষ্টার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তাঁরা। এক পড়ুয়া বলেন, বিতর্ক করা, মতামত বিনিময়, আলোচনার পরিসর পুনরুদ্ধার করতেই আমরা মিছিলে পা মিলিয়েছি। বিরুদ্ধ মত প্রকাশ করেও পরস্পর সহাবস্থান করা যায়, সেই স্বাধীনতা আছে, সেটাই বলতে চাই।
পড়ুয়াদের সঙ্গে পা মেলানো এক ফ্যাকাল্টি মেম্বার দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব 'বেদখল' হতে বসেছে, কিন্তু কর্তৃপক্ষ আটকানোর কোনও ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, রামজস কলেজে সেমিনারে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত জেএনইউ পড়ুয়া ওমর খালিদ ও আইসা নেত্রী শেহলা রশিদকে বক্তা হিসাবে ডেকেও এবিভিপি-র চাপে আমন্ত্রণ প্রত্যাহার করে কর্তৃপক্ষ। তাকে কেন্দ্র করে এবিভিপি ও আইসা-এসএফআইয়ের সংঘর্ষের মধ্যেই গুরমেহের ফেসবুক পোস্টে লেখেন, এবিভিপিকে ভয় পাই না। আমি একা নই। দেশের সব পডু়য়া আমার সঙ্গে আছে। সেইসঙ্গে আমার বাবাকে পাকিস্তান মারেনি, যুদ্ধে মারা গিয়েছেন তিনি--এই পোস্ট ঘিরে তুমুল ঝড় ওঠে। এবিভিপির বিরোধিতা করায় তাঁকে সোস্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে দিল্লি মহিলা কমিশনের দ্বারস্থ হন তিনি। তবে শেষ পর্যন্ত আজকের নির্ধারিত মিছিল থেকে নিজেকে সরিয়ে নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement