এক্সপ্লোর
অনলাইনে গাঁজা চকোলেট বিক্রির অভিযোগে গ্রেফতার হায়দরাবাদের চিকিত্সক

হায়দরাবাদ: দীর্ঘদিন ধরে হায়দরাবাদের এক ব্যক্তি অনলাইনে গাঁজা মিশ্রিত চকোলেট বিক্রি করছিলেন। এক একটি চকোলেটের দাম ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত ব্যক্তি সুজাত আলি খান। ৩৫ বছরের সুজাত পেশায় চিকিত্সক। ২০০৬ সালে হায়দরাবাদের একটি মেডিক্যাল কলেজ থেকে পাশ করেন সুজাত। পরে সরকার পরিচালিত নিজামসাগর ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে প্র্যাক্টিসও করেন ২০১৪ সাল অবধি। তারপর শুরু করেন নিজের ব্যবসা। রাচাকোন্ডা পুলিশের স্পেশাল অপারেশন টিমের একদল সদস্য গত কয়েক সপ্তাহ ধরে সুজাতের গতিবিধির ওপর নজর রাখছিলেন। তখনই তাঁরা জানতে পারেন, সুজাত চকোলেটের সঙ্গে মারিজুনা গুঁড়ো মিশিয়ে ছোট কাপে করে অনলাইনে বিক্রি করতেন, তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে। গাঁজার পরিমাণের ওপর নির্ভর করে নাম দেওয়া হত চকোলেটের। আর গাঁজার পরিমাণই নির্ধারণ করে দিত চকোলেটের দাম, ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে পাওয়া যায় এই বিশেষ ধরনের চকোলেট। পুলিশ সূত্রে খবর, সুজাতের সারা ভারতে প্রায় তিন হাজার ক্লায়েন্ট রয়েছে। জানা গিয়েছে বিভিন্ন জিমে তিনি আবার হেল্থ কনসাল্টেন্টের কাজও করেন। ওই চিকিত্সককে গ্রেফতার করে পুলিশ প্রায় ৪৫ রকমের গাঁজা চকোলেট বাজেয়াপ্ত করেছে। ওই চকোলেটগুলো তামিলনাড়ুর ভেল্লোড়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রসঙ্গত, এবছরই হায়দরাবাদের এক ব্যক্তিকে নিজের তিন কামরার ফ্ল্যাটের মধ্যে গাঁজার চাষ করার জন্যে গ্রেফতার করা হয়। সেই ব্যক্তি এলইডি আলোর তলায় বসে ওই চাষ করতেন। ওই ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৯ কেজির গাঁজা, চল্লিশটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















