এক্সপ্লোর
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নেই, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে কে হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী? ধোঁয়াশা কাটছে না। গতকাল বিজেপি সভাপতি অমিত শাহ জানান, রাজ্য বিজেপি সভাপতি কেশব মৌর্যকেই মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব দিয়েছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী পদে সম্ভাব্যদের তালিকায় মৌর্যের নামও উঠে আসে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মত, অমিত শাহের ঘোষণার পর উত্তরপ্রদেশে বিজেপির ওবিসি মুখ বলে পরিচিত মৌর্যের আর কোনও চান্স রইল না। এ নিয়ে প্রশ্ন করা হলে মৌর্যও বলেন, এরপর আমি আর কী করে নিজেকে বাছতে পারি? মুখ্যমন্ত্রী পদের জোরালো দাবিদার হিসাবে কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী মনোজ সিনহা, এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নাম ঘিরেও জল্পনা রয়েছে। কিন্তু আজ মনোজ নিজেই তিনি কোনও দৌড়ে নেই বলে জানান। বলেন, মুখ্যমন্ত্রী পদের জন্য কোনও লড়াইয়ের কথা আমার জানা নেই, আর আমিও এমন কোনও দৌড়ে নেই!
রাজনৈতিক মহল অবশ্য বলছে, একেবারে আনকোরা কোনও মুখ তুলে এনে চমক দেওয়ার নজির বিজেপি অতীতে দেখিয়েছে। উত্তরপ্রদেশেও এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
গতকাল আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মৌর্য আজ ছাড়া পেয়েছেন। মুখ্যমন্ত্রী পদে কে, বারবার প্রশ্ন করা হলে তিনি জানান, আগামীকাল বিকেল ৪টায় বৈঠকে বসে পরিষদীয় দলই মুখ্যমন্ত্রী বাছাই করবে। ১৯ মার্চ হবে শপথগ্রহণ, সেখানে দলের জাতীয় নেতাদের সকলেই হাজির থাকবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement
সেরা শিরোনাম
অটো
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement






















