বেঙ্গালুরু ও অন্যত্র নতুন নোটে ৪ কোটি টাকা বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর
বেঙ্গালুরু: নোট বাতিল হওয়ার পর বাজারে আসা নতুন নোটে ৪ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। তথ্য ও প্রযুক্তি রাজধানী শহরের পাশাপাশি চেন্নাই, ইরোডে হানা দিয়ে বিপুল অর্থ উদ্ধার হয় বৃহস্পতিবার। ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম এত বিপুল অর্থ পাওয়া গেল এদিন।
দুজন সরকারি ইঞ্জিনিয়ারের কার্যালয়ে হানা দিয়ে নতুন ২ হাজারের নোট ও পুরানো ৫০০ টাকার নোট মিলিয়ে ওই অর্থ বাজেয়াপ্ত করে আয়কর দপ্তর। হানা দেওয়া হয় তাদের সঙ্গে যুক্ত থাকা আরও বেশ কয়েকজনের ডেরায়। আয়কর শাখার গোয়েন্দারা জানিয়েছেন, প্রচুর সংখ্যায় ২ হাজার টাকার নোট মিলেছে। কিছু ১০০ টাকার নোট, বাতিল হওয়া ৫০০ টাকার নোটের হদিশও পাওয়া গিয়েছে। মোট ৪ কোটি টাকার বেশি পাওয়া গিয়েছে। ২ হাজারের নোটের সংখ্যাই বেশি। ৭ কেজি সোনাও উদ্ধার হয়েছে, যার বাজারদর প্রায় ২ কোটি টাকা।
আয়কর দপ্তরের একটি সূত্রের বক্তব্য, কয়েকজন এন্ট্রি অপারেটর ও ব্যাঙ্ককর্মী এ ব্যাপারে আয়কর দপ্তরের নজরে রয়েছেন বলে জানা গিয়েছে। আয়কর কর্তারা এও জানিয়েছেন, তল্লাসি হওয়া দুটি জায়গা থেকে বিভিন্ন লোকজনের পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সম্ভবত, পুরানো বাতিল নোট বদলে নতুন নোট জোগাড় করতে পরিচয়পত্রগুলি ব্যবহার করা হত। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বিভাগ জানিয়েছে, সম্ভবত এক ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরকে কমিশনের বিনিময়ে পুরানো নোটের বদলে ওই নতুন নোট ও সোনা জোগাড় করা হয়েছে।