এক্সপ্লোর
Advertisement
তাহলে সেনাকে বলতাম রাহুল গাঁধীকে সঙ্গে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে, কটাক্ষ পর্রীকরের
পানাজি: কংগ্রেস তাঁর ও বিজেপি সম্পর্কে মিথ্যা প্রচার করছে। গত মাসে আমেরিকা থেকে চিকিত্সা করিয়ে দেশে ফেরার পর প্রথম বিজেপি কর্মীদের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। বলেন, আমি যখন ক্ষমতায় এলাম, প্রথম দিকে কিছু লোক একটা ধারণা তৈরির চেষ্টা করেছিল যে, আমি উদ্ধত। কংগ্রেস এমন ভুল ধারণা প্রচারে সিদ্ধহস্ত। সোস্যাল মিডিয়ায় ভুল খবর ছড়ানো হচ্ছে বলে জানিয়ে দলীয় কর্মীদের সাবধান থাকার পরামর্শ দেন তিনি।
কংগ্রেসকে সরকারি ব্যাঙ্কের অনুত্পাদক সম্পদ বৃদ্ধি, নীরব মোদী, বিজয় মাল্য ইস্যুতেও আক্রমণ করেন তিনি। বলেন, বিজয় মাল্য, নীরব মোদীর মতো ঋণখেলাপীরা ব্যাঙ্ক থেকে ঋণ পেয়েছিলেন কংগ্রেস আমলে। কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সরকারের ভুলভাল নীতির জন্যই সরকারি ব্যাঙ্কের অনুত্পাদক সম্পদ সৃষ্টি হয়েছে। কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার পরিস্থিতি শুধরানোর চেষ্টা করছে।
২০১৬-য় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল হামলাকে লঘু করে দেখানোর অভিযোগেও কংগ্রেসকে দুষেছেন তিনি। পর্রীকর বলেন, বিরোধীরা বলল, সার্জিক্যাল স্ট্রাইক আদৌ হয়ইনি। তাহলে সার্জিক্যাল স্ট্রাইকের সময় বিরোধীদের সঙ্গে নিয়ে গেলে হোত। সেনাকে বলতাম রাহুল গাঁধীকে সঙ্গে করে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে। সার্জিক্যাল হামলা চালাতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল গোপনীয়তা। সেনার জোন কমান্ডার, শ্রীনগরের কমান্ডারের পাশাপাশি প্রধানমন্ত্রী, আমি, সেনাপ্রধান, সামরিক অপারেশন সংক্রান্ত ডিরেক্টর জেনারেল, মাত্র এই ৪ জন জানতেন, সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে।
প্রসঙ্গত, উরিতে সন্ত্রাসবাদী হামলায় ১৮ জওয়ানের প্রাণহানির ১১ দিন বাদে ২০১৬-র ২৯ সেপ্টেম্বর সেনাবাহিনী জানায়, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ঘাঁটির ওপর সার্জিক্যাল হামলা চালানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement