এক্সপ্লোর
Advertisement
নতুন শিক্ষাবর্ষে ৭৭৯টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখছে আইআইটি
নয়াদিল্লি: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির সব কটি শাখা সব মিলিয়ে ৭৭৯টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখবে। নতুন শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এই ব্যবস্থা। এর ফলে বি টেক স্তরে নারী ও পুরুষ শিক্ষার্থীর গড়ে কিছুটা হলেও সাম্য আসবে বলে আশা করা হচ্ছে।
এ বছর জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্স) পরীক্ষা হবে ২০ মে। আসন সংরক্ষণের ফলে ছাত্রী সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হবে বলে মনে করছে আইআইটি কর্তৃপক্ষ। ৭৭৯টি আসনের মধ্যে সর্বাধিক সংরক্ষণ দিচ্ছে এ রাজ্যের আইআইটি খড়গপুর- ১১৩টি। এরপর আইআইটি ধানবাদ- ৯৫টি, আইআইটি কানপুর- ৭৯টি, আইআইটি ভুবনেশ্বর- ৭৬টি, আইআইটি রুরকি- ৬৮টি, আইআইটি দিল্লি- ৫৯টি, আইআইটি বম্বে- ৫৮টি ও আইআইটি গুয়াহাটি- ৫৭টি আসনে মেয়েদের সংরক্ষণ দিচ্ছে।
গত ৫ বছরের হিসেবে দেখা যাচ্ছে, আইআইটিতে যোগ দেওয়া মহিলা শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি এখই থেকেছে, গড়ে ৮ থেকে ১০ শতাংশ। আবার স্নাতকোত্তর স্তরে এই গড় মেরেকেটে ২২ শতাংশ।
গত বছর যে ১০,৯৮৭ জন পড়ুয়া বিটেক পড়তে দেশের ২৩টি আইআইটিতে ভর্তি হন, তাঁদের মধ্যে ১,০০৬ জন ছিলেন মহিলা। এই পরিস্থিতিতে গত বছর ২৮ এপ্রিলে আইআইটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়, মেয়েদের সংরক্ষণ দিতে আসন সংখ্যা বাড়ানো হবে। ৭৭৯টি নতুন আসন যোগ হওয়ার ফলে এ বছর আইআইটিগুলিতে যোগ দেওয়া মহিলা শিক্ষার্থীর সংখ্যা গড়ে ১৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
যে মেয়েরা জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্স) উত্তীর্ণ হয়েছেন, এই বিটেক স্তরে ভর্তির জন্য শুধু তাঁদের নামই বিবেচিত হবে, আইআইটির গুণগত মান নিয়ে কোনওভাবেই আপস করা হবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement