এক্সপ্লোর
Advertisement
এবারেও উত্তরপ্রদেশে বিজেপির বৈঠকে নেই বাজপেয়ী
লখনউ: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্যের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির রাজ্য ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক। কিন্তু বৈঠকে ফের গরহাজির থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপিকে গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর অটল বিহারী বাজপেয়ী। কারণ, শারীরিক অসুস্থতা।
আগামীকাল থেকে শুরু হচ্ছে দুদিনের ওই বৈঠক। উত্তরপ্রদেশ বিজেপির ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত সদস্য বাজপেয়ী। ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য হিরো বাজপাই বলেছেন, ২০০৬-এ শেষবার দলের কোনও বৈঠকে এসেছিলেন বাজপেয়ী। লখনউয়ের নিরালানগরে সরস্বতী শিশু মন্দিরে আয়োজিত জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে রাজনাথ সিংহ বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
আগামীকাল বিজেপির রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠক প্রায় নয় মাস পরে অনুষ্ঠিত হচ্ছে। শেষবার এই বৈঠক হয়েছিল ঝাঁসিতে।
দলের নেতাকর্মীরা যে বাজপেয়ীর অভাব অনুভব করবেন, তা স্পষ্ট বাজপাইয়ের কথায়। তিনি বলেছেন, দলের জনপ্রিয়তম নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর অভাব তো অনুভূত হবেই। কিন্তু এটা সবাই জানেন যে, খারাপ স্বাস্থ্যের জন্যই তিনি বৈঠকে থাকবেন না। তবে তাঁর আশীর্বাদ দলের সঙ্গেই রয়েছে।
৯২ বছরের বাজপেয়ী এবারের বিধানসভা নির্বাচনে ভোটও দিতে পারেননি। ২০০৭, ২০১২-র বিধানসভা এবং ২০০৯ ও ২০১৪-র লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি লখনউ কেন্দ্রের টানা পাঁচবারের সাংসদ । ২০০৪-র নির্বাচনে শেষবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি।
বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তাঁকে দীর্ঘদিনই প্রকাশ্যে দেখা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement