এক্সপ্লোর
হিন্দু-বিরোধী নই, নরেন্দ্র মোদী, অমিত শাহ-বিরোধী, বললেন প্রকাশ রাজ
![হিন্দু-বিরোধী নই, নরেন্দ্র মোদী, অমিত শাহ-বিরোধী, বললেন প্রকাশ রাজ “I’m anti-Modi & anti-Amit Shah, not anti-Hindu”: Prakash Raj হিন্দু-বিরোধী নই, নরেন্দ্র মোদী, অমিত শাহ-বিরোধী, বললেন প্রকাশ রাজ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/04135712/prakash-raj-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: কেন্দ্রের সরকার, বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে ও 'স্বাধীন মতপ্রকাশের ওপর আক্রমণ চালানো' গোষ্ঠীগুলিকে তীব্র আক্রমণ প্রকাশ রাজের।
এখানে এক অনুষ্ঠানে দক্ষিণী অভিনেতা দাবি করেন, ওরা বলে বটে, কিন্তু আমি হিন্দু-বিরোধী নই। আমি নরেন্দ্র মোদী-বিরোধী, অমিত-শাহ বিরোধী। আমার মতে, ওঁরা হিন্দু নন। অনন্ত কুমার হেগড়ে, যিনি বলেন, একটি মতবাদ, ধর্মকে পৃথিবী থেকে মুছে দিতে চান, হিন্দু হতে পারেন না। মানুষ হত্যা যিনি সমর্থন করেন, তিনি হিন্দু হতে পারেন না।
যদিও সেখানে উপস্থিত তেলঙ্গানা বিজেপি মুখপাত্র কৃষ্ণ সাগর রাও এর কড়া প্রতিবাদ করে বলেন, বিজেপি কে কী বলবেন, কোথায় এবং কীভাবে বলবেন, সে ব্যাপারে কখনও কিছু চাপিয়ে দেয় না। কিন্তু আপনি যখন 'ওরা, আমরা' প্রসঙ্গ তুলছেন, আপনি বিভাজনই করে দিচ্ছেন। যাদের মুষ্টিমেয়, বিচ্ছিন্ন গোষ্ঠী তকমা দেওয়া হচ্ছে, তাদেরও মতপ্রকাশের অধিকার আছে বলে সওয়াল করেন বিজেপি নেতাটি। বলেন, আপনার বেলায় মত প্রকাশের স্বাধীনতা, ওরা বললেই বিচ্ছিন্ন মত!
যে সব রাজ্য সরকার পদ্মাবত-কে নিষিদ্ধ করেছে, তার মু্ক্তির বিরোধিতা করছে, তাদেরও তীব্র নিন্দা করেন প্রকাশ। বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকে ঢাল করছে এই সরকারগুলি। ওদের ইস্তফা দেওয়া উচিত, কেননা ওদের ক্ষমতায় থাকার অধিকার নেই। নতুবা ওরা মেনে নিক, ক্ষমতায় আছি বলে গায়ের জোর খাটাচ্ছি। এটা পরিষ্কার, ওরা বিচ্ছিন্ন কিছু গোষ্ঠীকে খুশি রাখতে চাইছে। স্বাধীন মতপ্রকাশের ওপর নির্লজ্জ হামলা এটা।
মোদীর অনন্ত কুমার হেগড়েকে মুখ বন্ধ রাখতে বলা উচিত বলেও অভিমত জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)