এক্সপ্লোর
Advertisement
শিক্ষার মান বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন জাভড়েকর
নয়াদিল্লি: দেশে শিক্ষার মান বাড়ানোকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
স্মৃতি ইরানির বদলে মঙ্গলবারই নতুন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে জাভড়েকরের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এই দায়িত্ব নিতে চলেছেন তিনি। তার আগে জাভড়েকর বলেছেন, শিক্ষার মাধ্যমে জীবনের অর্থ ও মূল্য বোঝা যায়। সব বাবা-মা-ই শিশুদের স্কুলে পাঠানোর জন্য প্রচুর পরিশ্রম করেন। সন্তান যেন ভাল শিক্ষা পায় শুধু এটাই তাঁরা চান। তাই শিক্ষার মান বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জাভড়েকর আরও বলেছেন, শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চান তাঁরা। সরকারের লক্ষ্য উন্নত মানের শিক্ষা প্রদান করা। তাঁর আশা, সবার সাহায্যে তাঁরা এই লক্ষ্য পূরণ করতে পারবেন। শিক্ষা কোনও জাত বা ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা প্রত্যেকের হৃদয় স্পর্শ করে। একমাত্র শিক্ষার মাধ্যমেই সামাজিক বা আর্থিক অবস্থার বদল হতে পারে। তাঁরা সেটাই করতে চান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement