এক্সপ্লোর
Advertisement
অরুণাচলের পাসিঘাটে অবতরণ সুখোই-৩০-এর, চিনকে বার্তা ভারতের
ইটানগর: ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান এই প্রথম অরুণাচল প্রদেশের পাসিঘাটের মাটি ছুঁল। আর এই সঙ্গেই চিনের সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নয়ামাত্রা যোগ হল। পাসিঘাটের নবনির্মিত অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড (এএলজি) উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেণ রিজুজু। এর ফলে পাসিঘাটে সুখোই-৩০-এর মতো যুদ্ধবিমান এবং ভারী পরিবহণ বিমান সি-১৩০ জে ওঠানামা করতে পারবে। চিন সীমান্ত ঘেঁষা এএলজি-তে প্রথমসারির যুদ্ধবিমানের মাটি ছোঁয়ার ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে বায়ুসেনা। পাহাড়ি রাজ্য অরুণাচলে পাসিঘাট ছাড়াও বিভিন্ন উচ্চতায় বেশ কয়েকটি এএলজি রয়েছে।
২০০৯ সালে অরুণাচলপ্রদেশের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রক রাজ্যের আটটি বিমানঘাঁটিকে এ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড উন্নত করার জন্য একটি সমঝোতা স্মারকপত্র (মউ) স্বাক্ষর করে। এরপরই ভারতীয় বায়ুসেনা ওই এএলজি পুনর্গঠনের কাজ হাতে নেয়। এর জন্য খরচ ধরা হয়েছে হাজার কোটি টাকা। এখনও পর্যন্ত পাসিঘাট ছাড়াও ওয়ালঙ, জিরো, অ্যালোঙ, মেচুকা সহ পাঁচটি এএলজির উন্নতিসাধনের কাজ সম্পূর্ণ হয়েছে। বায়ুসেনা সূত্রে খবর, তুতিং ও তাওয়াং এএলজির কাজও এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। মিয়াও ও বিজয়নগরের মধ্যে সড়ক সংযোগ চালু হওয়ার পরেই বিজয়নগর এএলজির কাজ শুরু হবে।
অরুণাচলের ১৬৮০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ১০৮০ কিলোমিটার সীমান্তই চিনের সঙ্গে। সীমান্তের ওপারে চিনের সমরসজ্জা এবং পরিকাঠামো ভারতের চিন্তা বাড়িয়েছে। সে দিকে লক্ষ রেখে ভারতও লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত পাকা সীমান্ত সড়ক তৈরির প্রকল্প নিয়েছে। পাসিঘাটে সুখোই-এর অবতরণ তাই সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। সীমান্তের ওপারে তত্পরতার পরিপ্রেক্ষিতে ভারতও এভাবে কড়া বার্তা দিল বলেই মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement