এক্সপ্লোর
Advertisement
‘গুরু’ কেজরীবালের বিরুদ্ধে এফআইআর দায়ারের আগে, তাঁর কাছেই আশীর্বাদ চাইলেন কপিল মিশ্র
নয়াদিল্লি: অরবিন্দ কেজরীবাল এবং সাসপেন্ডেড আপ মন্ত্রী কপিল মিশ্র সাম্প্রতিক বিতর্কে নয়া মোড়। কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় গতকালই দল তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। এরপরই তিনি প্রকাশ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে নির্বাচনে লড়ে দেখান। তারপর আজ সকালে প্রকাশ্যে কেজরীবালকে একটি চিঠি লিখে টুইট করেন সাসপেন্ড হওয়া আপ নেতা। সেখানে তিনি লেখেন ‘গুরু কেজরীবাল আমি আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে যাচ্ছি। আমাকে আশীর্বাদ করুন’।
মিশ্রর দাবি, কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাঁকে বিধানসভা থেকে সরানো সবধরনের চেষ্টা চলছে। তিনি কেজরীবালকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, তাঁর বিধানসভা কেন্দ্র করওয়াল নগর থেকে লড়ে দেখাক কেজরী, অথবা তাঁর নিজের কেন্দ্র নয়াদিল্লি আসন থেকেও। কেজরীবাল যদি দাবি করেন যে মানুষ এখনও তাঁকে বিশ্বাস করেন এবং সঙ্গে আছেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন। আজ ভারাক্রান্ত হৃদয় এই এফআইআর দায়ের করতে চলেছেন, নিজের টুইটে সেকথাও লিখেছেন মিশ্র। তারপর চিঠিতে তিনি লিখেছেন, আজই তাঁর সিবিআইয়ের কাছে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সমস্ত কথাই জানাবেন। তাঁর দাবি গতকাল থেকে এখনও পর্যন্ত তিনি সরকার এবং আপ-এর বিরুদ্ধে মোট ২১১টি অভিযোগ পত্র পেয়েছেন। গত দু বছরে পর্দার আড়ালে যা হয়েছে তা সত্যিই বেদনাদায়ক। আজ তিনি সব কথা বলবেন। মিশ্রর অভিযোগ, কেজরীবাল এবং পার্টির আরও কিছু সদস্য মিলে কার্যত মানুষের বিশ্বাস ভেঙেছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে তিনি তাঁর একসময়ের ‘গুরু’ কেজরীবালের আশীর্বাদ চেয়ে নিয়েছেন। তারপর তিনি বলেন, এই লড়াইয়ে কেজরাবীলের পাশে সমস্ত আপ নেতা-মন্ত্রীরাই রয়েছেন। কিন্তু তিনি একা, তবে সেটা কোনও ভাবেই তাঁর লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না। এদিকে আজই দিল্লি বিধানসভায় এক বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে আপ সরকার। মনে করা হচ্ছে আজ সেখানে পরিস্থিতি উত্তপ্ত থাকবে। এই সংক্রান্ত আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে আপ থেকে সাসপেন্ড, সাহস থাকলে তাড়ান, কেজরীবালকে চ্যালেঞ্জ কপিলেরOpen Letter to Arvind Kejriwal Ji ... will he respond pic.twitter.com/QfqGP5Hc7D
— Kapil Mishra (@KapilMishraAAP) May 9, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement