এক্সপ্লোর
Advertisement
সাফারির জন্য কাটা পড়ছে মোঙ্গলির নিজের জঙ্গল!
ভোপাল: অরণ্যবিনাশের কোপে খোদ ‘দ্য জঙ্গল বুক’-এর প্রধান চরিত্র মোগলির জঙ্গল!
টাইগার সাফারির জন্য চাই নতুন রাস্তা। তার জন্য কাটা পড়ছে প্রায় ৫৫০ গাছ। এমনই ঘটনা ঘটতে চলেছে মধ্যপ্রদেশের পেঞ্চ ন্যাশনাল পার্ক। সেই উদ্যান, যার থেকে অনুপ্রেরণা নিয়ে রুডিয়ার্ড কিপলিং সৃষ্টি করেছিলেন তাঁর অমর গল্প ‘দ্য জঙ্গল বুক’।
খবরে প্রকাশ, রাজ্যের সিওনি ও ছিন্দওয়াড়া মধ্যে বনাঞ্চলের একটি অংশে টাইগার সাফারি করার উদ্যোগ নিয়েছে বন দফতর। সেখানে একটি পাঁচিল গড়তে গিয়ে প্রায় ৫৫৬টি গাছকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পেঞ্চ জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
তবে, ওই প্রকল্প এখন অনুমোদনের জটিলতায় আটকে রয়েছে। কারণ, এই সাফারির জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে গড়িমসি করছে দিল্লির জাতীয় ব্যঘ্র সংরক্ষণ সংস্থা। পাশাপাশি, গাছ কাটার সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিভিন্ন বণ্যপ্রাণী সংরক্ষণ সংগঠনও।
অজয় দুবে নামে এক বন্যপ্রেমী জানিয়েছেন, এটি নিয়মবিরুদ্ধ। তাঁর অভিযোগ, বনাঞ্চল সংরক্ষণ করার পরিবর্তে রাজ্য সরকার তাকে ধ্বংস করতে উদ্যত হয়ে উঠেছে। তাঁর দাবি, জাতীয় ব্যঘ্র সংরক্ষণ সংস্থার উচিত এই মর্মে কোনও অনুমোদন না করা। এই অজয় দুবের আনা আবেদনের ভিত্তিতেই ২০১০ সালে সুপ্রিম কোর্ট ব্যঘ্র প্রকল্পের মধ্যে সাফারি নিষিদ্ধ করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement