এক্সপ্লোর
Advertisement
এবার থেকে অনলাইনেই পিএফ-এর টাকা তোলা-সহ যাবতীয় আবেদন করা যাবে, আসছে নয়া মোবাইল অ্যাপস ‘উমঙ্গ’
নয়াদিল্লি: এবার থেকে অনলাইনেই করা যাবে পিএফ-এর টাকা তোলা-সহ যাবতীয় আবেদন। শীঘ্রই আসছে নতুন মোবাইল অ্যাপ ‘উমঙ্গ’। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে দিতে হবে আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
কাগজের তোড়া হাতে নিয়ে পিএফ দফতরে হত্যে দিয়ে পড়ে থাকার দিন শেষ হতে চলেছে। খুব শিগগিরি মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমেই পিএফের টাকা তোলার আবেদন থেকে শুরু করে, যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।
এই অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘উমঙ্গ’। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন
অনলাইনেই যাতে ইপিএফের আবেদন করা যায় এবং অনলাইনেই যাতে তার নিষ্পত্তি করা যায়, তার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে।
বর্তমানে লিখিত ফর্ম ফিল আপের মাধ্যমে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-কে প্রায় এক কোটিরও বেশি পেনশন, এবং ইপিএফ তোলার দাবির নিষ্পত্তি করতে হয়।
সূত্রের খবর, ইপিএফও-র লক্ষ্য, আবেদন জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই দাবির নিষ্পত্তি করার। বর্তমানে আবেদন জমা দেওয়ার ২০ দিনের মধ্যে টাকা পান আবেদনকারীরা। কিন্তু, তা পাল্টাতে চাইছে ইপিএফও। দেশজুড়ে ইপিএফও-র ১১০টি আঞ্চলিক অফিসকে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়েছে।
ইপিএফও ইতিমধ্যেই জানিয়েছে, অনলাইনে ইপিএফ ক্লেম করতে হলে পিএফ গ্রাহককে বাধ্যতামূলকভাবে আধার কার্ড নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এতে গ্রাহকদের দাবির নিষ্পত্তি করতে সুবিধা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement