এক্সপ্লোর
Advertisement
তাঁকে সরাতে সুপারি দিতে পাকিস্তানে গিয়েছিলেন মণিশঙ্কর? চাঞ্চল্যকর মন্তব্য প্রধানমন্ত্রীর
আহমেদাবাদ: সাসপেন্ড কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের নীচ মন্তব্য ঘিরে গুজরাতে ভোটের প্রচারে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। তাঁর মন্তব্যকে হাতিয়ার করে গুজরাতি অস্মিতাকে উস্কে দেওয়ার পাশাপাশি এবার মণিশঙ্করের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর মণিশঙ্কর পাকিস্তান গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রশ্ন, মণিশঙ্কর কি তাঁর সুপারি দিতে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানে গিয়ে মণিশঙ্কর তাঁকে রাস্তা থেকে সরানোর কথা বলেছিলেন।মোদী আরও বলেছেন, পাকিস্তানে গিয়ে মণিশঙ্কর বলেছিলেন, ‘মোদীকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে দেখুন ভারত-পাক শান্তির ক্ষেত্রে কী হয়। আমাকে পথ থেকে সরানোর মানেটা কী? আর আমার অপরাধ কী? আমি মানুষের আর্শীর্বাদ পেয়েছি বলে অপরাধ?’
গুজরাতের বনসকন্ঠায় বিজেপির একটি নির্বাচনী সভায় এই মন্তব্য করেছেন মোদী।
উল্লেখ্য, গতকাল প্রবীণ কংগ্রেস নেতা আয়ার মোদীকে ‘নীচ লোক’, সভ্যতা জানেন না বলে নিশানা করেন।এই মন্তব্যের জেরে তীব্র জলঘোলা হয়। কংগ্রেস মণিশঙ্করকে সাসপেন্ড করে।
মণিশঙ্কর তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জাত পরিচয় তুলে কিছু বলেননি, তাঁর মানসিকতার সমালোচনা করাই ওই মন্তব্যের উদ্দেশ্য ছিল।
কিন্তু মণিশঙ্করের মন্তব্যকে নিয়ে হাওয়া গরম করার কৌশল আরও তীব্র করেছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রীই তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করলেন।
এদিকে, মণিশঙ্করের মন্তব্য ঘিরে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন। গতকালই কংগ্রেস তড়িঘড়ি সাসপেন্ড করেছে মণিশঙ্করকে। এদিন দলের সহ সভাপতি রাহুল গাঁধী বলেছেন, মোদী যে ধরনের ভাষাই ব্যবহার করুন না কেন, তাঁরা সে ধরনের ভাষার ব্যবহার করবেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement