এক্সপ্লোর
কর্ণাটকে বিধানসভা নির্বাচনের পর জাতীয় কংগ্রেস হয়ে যাবে পিপিপি, দাবি মোদীর
ম্যাঙ্গালুরু: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘একসময় পঞ্চায়েত থেকে সংসদ, সারা দেশে কংগ্রেসের পতাকা ছিল। তাদের ৪০০ সাংসদ ছিল। এক এক করে দুর্গ ভেঙে পড়ছে। ক্ষমতা হারিয়ে কংগ্রেসের অবস্থা জল ছাড়া মাছের মতো। গণতন্ত্রে দম্ভ চলে না। কংগ্রেস নেতাদের দম্ভের জন্যই আজ দলের এই হাল হয়েছে। ১৫ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর ভারতের জাতীয় কংগ্রেস পিপিপি কংগ্রেসে পরিণত হবে। পি মানে পঞ্জাব, পুদুচেরি ও পরিবার।’
কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজ্যের শাসক দল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপি নেতারা একে অপরের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন। ফের সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘মহারাষ্ট্র, গোয়া, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ত্রিপুরায় হারের পরেও কংগ্রেস নেতারা চিন্তিত নন। কারণ, কর্ণাটকে তাঁদের নেতা-মন্ত্রীরা একটি ট্যাঙ্ক তৈরি করেছেন। মানুষের কাছ থেকে যে টাকা লুঠ করা হচ্ছে, তার একটি অংশ তাঁরা বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং বাকিটা সেই ট্যাঙ্কে ঢেলে দিচ্ছেন। একটি পাইপের মাধ্যমে সেই ট্যাঙ্কের সঙ্গে দিল্লির যোগ আছে। টাকা সরাসরি দিল্লিতে পৌঁছে যাচ্ছে। জেডিএস-এর সঙ্গে কংগ্রেসের গোপন বোঝাপড়া আছে।’
কংগ্রেসকে আক্রমণ করে মোদী আরও বলেছেন, ‘কংগ্রেস সবসময় দারিদ্র্যের কথা বলে। কিন্তু যেই এক গরিব মায়ের সন্তান প্রধানমন্ত্রী হয়ে গেল, তারা আর দারিদ্র্যের কথা বলে না। ওরা স্বচ্ছ ভারত অভিযানের বিরোধিতা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক, সেনাবাহিনী, সংসদকে নিয়ে হাসিঠাট্টা করেছে কংগ্রেস। কর্ণাটকের ভবিষ্যতের জন্য কংগ্রেসকে শাস্তি দেবেন মানুষ।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement