আফগানিস্তানে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধি করতে সম্মতি ভারতের
নয়াদিল্লি: আফগানিস্তানের সামরিক বাহিনীকে আরও বেশি সহায়তা প্রদান করতে রাজি হল ভারত।
সোমবার আফগানিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানির সঙ্গে সুষমা স্বরাজের দীর্ঘ বৈঠক হয়। সেখানে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভারতের কাছে বিশ্বাসের উদাহরণ উল্লেখ করে স্বরাজ নাম না করে পাকিস্তানকে আক্রমণ করেন। বলেন, সীমান্তপার সন্ত্রাস এবং জঙ্গিদের মুক্তাঞ্চল সমস্যা নিয়ে জর্জরিত দুই দেশই।
বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে উভয় দেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতাকে বৃদ্ধি করতে অঙ্গীকার নেয়। রব্বানি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ভারতের থেকে আরও বেশি সহযোগিতা দাবি করে এসেছে আফগানিস্তান। তিনি মনে করিয়ে দেন, ভারতের সঙ্গে সম্পর্কের ফলে অন্য দেশের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।
এদিন আফগান নেতা স্বীকার করেন, পাকিস্তানের জঙ্গি সংগঠন—লস্কর-ই-তৈবা ও জয়েশ-ই-মহম্মদ আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে। এদিন প্রতিরক্ষা সহযোগিতা সহ চারটি চুক্তি করে ভারত ও আফগানিস্তান। এর মধ্যে রয়েছে, মোটর ভেহিকলস চুক্তি এবং আফগানিস্তানে উন্নয়নমূলক প্রকল্পে ভারতের সহযোগিতা। এর পাশাপাশি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করতেও উদ্যোগী হয়েছে দুই দেশ।